
দেশ কন্ঠস্বর ডেস্ক: করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন বিশ্বের অন্যতম সেরা ফুটবলার ক্রিস্টিয়ানো রোনালদো। রোববার রাতে ইউরোপিয়ান নেশনস কাপের ম্যাচে ফ্রান্সের মুখোমুখি হয়েছিল পর্তুগাল। ম্যাচটি গোলশূন্য ড্র হয়। খেলা শেষে করোনা পরীক্ষায় রোনালদোর শরীরে ভাইরাসটির অস্তিত্ব ধরা পড়েছে।
কাল সুইডেনের বিপক্ষে ম্যাচটি খেলা হচ্ছে না পর্তুগিজ তারকা রোনালদোর। আপাতত দুই সপ্তাহের জন্য ‘কোয়ারেন্টিন’-এ থাকবেন রোনালদো। খবরটি নিশ্চিত করেছে পর্তুগাল ফুটবল ফেডারেশন।