
চৌগাছা-মহেশপুর সড়কের নওদাগাঁ নামক স্থানে মোটরসাইকেল দুর্ঘটনায় ঈসমাইল হোসেন (২৫) ও রকি (২০) নামে চাচা-ভাতিজা নিহত হয়েছেন।
নিহত ইসমাইল চৌগাছা উপজেলার স্বরুপদাহ ইউনিয়নের বড় কাকুড়িয়া গ্রামের ঈমান আলী এবং রকি একই গ্রামের রফি উদ্দিনের ছেলে। সম্পর্কে ইসমাইল চাচা-রকি ভাতিজা। বৃহস্পতিবার বিকেলে মোটরসাইকেলে করে তারা মহেশপুরের দিকে যাচ্ছিল। বিকাল সাড়ে পাঁচটার দিকে চৌগাছা-মহেশপুর সড়কের মহেশপুর উপজেলার নওদাগাঁ নামক স্থানে পৌঁছালে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের একটি গাছের সঙ্গে ধাক্কা খায় এতে তারা মারাত্মক আহত হয়।
স্থানীয়রা তাদের উদ্ধার করে ইসমাইলকে মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং রকিকে চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক উভয়কে মৃত ঘোষণা করেন। চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের মেডিক্যাল অফিসার ডা. হাদিউর রহমান সিয়াম জানান হাসপাতালে নিয়ে আসার আগেই তার মৃত্যু হয়েছে।