ই-ইভ্যালির চেয়ারম্যান ও এমডির ব্যাংক হিসাব স্থগিত

ডিজিটাল বাণিজ্যিক প্ল্যাটফর্ম ই-ভ্যালি এবং এর চেয়ারম্যান শামীমা নাস‌রিন ও ব্যবস্থাপনা প‌রিচালক (এম‌ডি) মো. রা‌সেলের সব ব্যাংক হিসাব স্থগিত ক‌রার নি‌র্দেশ দেওয়া হয়েছে। সম্প্রতি এ প্রতিষ্ঠানটির বিরুদ্ধে নানা প্রতারণার অভিযোগ উঠার প্রেক্ষাপটে এ নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

জানা যায়, কেন্দ্রীয় ব্যাংকের বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) থে‌কে আজ বৃহস্পতিবার সব ব্যাংকে চিঠি দিয়ে এ নির্দেশনা দেওয়া হয়।

বিএফআইইউ সূত্র বিষয়‌টি নি‌শ্চিত ক‌রে জানায়, চি‌ঠি‌তে যা‌দের নাম রয়েছে তাদের সব হিসাব আগামী ৩০ দিন স্থগিত রাখ‌তে বলা হ‌য়ে‌ছে।