কেরানীগঞ্জে মাদক ও সন্ত্রাস দমনে ইসলামী যুব আন্দোলন আলোচনা সভা

শতভাগ স্বাস্থ্যবিধি মেনে ও সামাজিক দূরত্ব বজায় রেখে ইসলামী যুব আন্দোলন ঢাকা জেলা শাখার উদ্যোগে সন্ত্রাস, মাদক,ও জঙ্গি উগ্রবাদ দমনে যুব সমাজের করনীয় শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ১৪ই আগস্ট শুক্রবার বেলা ৩ ঘটিকায় পূর্ব আগানগর গুদারাঘাট জেলা পরিষদ মার্কেট দ্বিতীয় তলায় আইএবি মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।

মাওলানা বিল্লাল হোসেনের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ যুব আন্দোলনের সহকারী সেক্রেটারি জেনারেল প্রকৌশলী আতিকুর রহমান মুজাহিদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী শ্রমিক আন্দোলনের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি আলহাজ সুলতান আহাম্মদ খান ও ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা জেলার সভাপতি জনাব হাফেজ মোঃ জয়নুল আবেদীন।

এছাড়া প্রধান বক্তা হিসেবে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ইসলামী যুব আন্দোলন কেন্দ্রীয় কমিটির সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক জনাব হাফেজ মাওলানা জহিরুল ইসলাম। এ সময় তিনি মেজর সিনহার হত্যা এবং মাদক দমনে সরকারের জিরো টলারেন্স নীতির সমালোচনা করেন। এছাড়া গত কয়েকদিন আগে সোনাকান্দায় ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের নেতাকে কুপিয়ে জখম করার বিষয়ে তীব্র নিন্দা জ্ঞাপন করেন। এছাড়া বিশেষ অতিথির বক্তব্যে আলহাজ্ব সুলতান আহমদ খান সন্ত্রাস ও মাদক দমনে দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।

প্রতিবেদক : টিটু আহম্মেদ  (স্টাফরিপোর্টার)