ঢাকার আশপাশের বন্যা পরিস্থিতির অবনতির শঙ্কা

সারাদেশে আগামী পাঁচ দিন বন্যা পরিস্থিতি স্থিতিশীল থাকলেও ঢাকা এবং এর আশপাশের নিম্নাঞ্চলে পরিস্থিতি কিছুটা অবনতি হতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড।

মঙ্গলবার( ২৮ জুলাই) সন্ধ্যায় এক ভিডিও বার্তায় এ তথ্য জানানো হয়। বর্তমানে দেশের ১৯টি নদীর ২৯টি পয়েন্টে পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে বলেও জানানো হয়।

পানি উন্নয়ন বোর্ডের উপ-বিভাগীয় প্রকৌশলী সরদার উদয় রায়হান বলেন, ‘আগামী পাঁচ দিন পানি না কমলেও স্থিতিশীল থাকতে পারে। রাজধানী ও আশেপাশের কিছু অঞ্চলের বন্যা পরিস্থিতি সামান্য অবনতি ঘটতে পারে।’