ঝুঁকি নিয়েই খুলছে হাফিজিয়া মাদ্রাসা

করোনাভাইরাসের সংক্রমণ রোধে দীর্ঘ সাড়ে তিন মাসের বেশি সময় ধরে বন্ধ রয়েছে দেশের সকল শিক্ষা কার্যক্রম। বন্ধ করে দেয়া হয় সকল হাফিজিয়া মাদ্রাসা এবং হিফজখানার শিক্ষা কার্যক্রমও। তবে দেশের শীর্ষ আলেমদের অনুরোধে হাফিজিয়া মাদ্রাসা খোলার অনুমতি দিয়েছে সরকার।

আজ বুধবার ধর্মবিষয়ক মন্ত্রণালয় থেকে জারি করা এক বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ১২ জুলাই থেকে হাফিজিয়া মাদ্রাসা এবং হেফজখানার শিক্ষা কার্যক্রম চালু করা যাবে। এক্ষেত্রে স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে জারিকৃত সব ধরনের স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।

হাফিজিয়া মাদ্রাসা এবং হিফজখানার শিক্ষা কার্যক্রমে নিরবচ্ছিন্ন অধ্যবসায়ের আবশ্যকতার কথা উল্লেখ করে এর কার্যক্রম চালু করার বিষয়ে কর্তৃপক্ষের নিকট দেশের শীর্ষস্থানীয় ওলামায়ে কেরামগণ আবেদন করেন। সেই প্রেক্ষিতে বর্তমান সার্বিক অবস্থা পর্যালোচনা করে এ অনুমতি দেয়া হয়েছে।