বাদামতলীতে পরিবেশ অধিদপ্তরের ভূয়া পরিদর্শক আটক

ঢাকার বাদামতলী ঘাটের কাছে থেকে সোহেল রানা (৪২) নামের এক ভূয়া পরিবেশ অধিদপ্তরের ইন্সপেক্টর পরিচয় দানকারী প্রতারককে আটক করে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনতা। এসময় তার কাছ থেকে ভূয়া আইডি কার্ড, কিছু নামিদামি ব্যাক্তির ভিজিটিং কার্ড, দুটি মোবাইল ও জরিমানা আদায়ের কিছু টাকা জব্দ করা হয়।

প্রতারক সোহেল রানার পিতার নাম কমরউদ্দিন আহম্মেদ বাড়ি টাঙ্গাইল জেলার গোসাই জোয়াইর ইউনিয়নের সুরঞ্জা গ্রামে। বর্তমান সে ঢাকার শাহজাদপুরের বাঁশতলায় ভাড়া বাসায় থাকতেন।

ঘটনার বিবরণে জানা যায়, প্রতারক সোহেল রানা নিজেকে পরিবেশ অধিদপ্তরের ইন্সপেক্টর পরিচয় দিয়ে অনেকের মুখে মাস্ক না থাকায় এবং উন্মুক্ত স্থানে ফল বিক্রি করার অপরাধে কয়েকজন ফল বিক্রেতাকে জরিমানা করে, এ সময় ফল বিক্রেতারা বাদামতলী ঘাটের ইজারাদার প্রতিষ্ঠান মদিনা কোল্ড স্টোরেজ এর ম্যানেজার জনাব সাগর আহমেদ কে খবর দিলে তিনি দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রতারক সোহেল রানাকে আইডি কার্ড প্রদর্শন করতে বলে ও জরিমানার ভাউচার চাইলে সে অসংলগ্ন কথাবার্তা শুরু করে। এ সময় পুলিশকে খবর দিলে প্রতারক সোহেল রানা প্রতারনার কথা স্বীকার করে ক্ষমা চেয়ে চলে যেতে চাইলে স্থানীয় জনগণ গনধোলাই দিয়ে তাকে কোতোয়ালী থানার পুলিশ পরিদর্শক জনাব মাইনুল হোসেনের কাছে হস্তান্তর করে।

এ প্রসঙ্গে কোতোয়ালী থানার পুলিশ পরিদর্শক জনাব মাইনুল হোসেন বলেন, সোহেল রানা একজন পেশাদার প্রতারক।এর আগেও প্রতারনার অভিযোগে তাকে বেশ কয়েকবার গ্রেফতার করা হয়েছে।এ বিষয়ে ফল বিক্রেতা জনাব বাবুল বাদী হয়ে কোতোয়ালী থানায় একটি প্রতারনা মামলা দায়ের করেন।

প্রতিবেদক : টিটু আহম্মেদ  (স্টাফরিপোর্টার)