‘কোরবানির পশুর হাট থেকে করোনার বিস্ফোরণের আশঙ্কা’

কোরবানি ঈদের জন্যে গরুর হাট বসলে মহামারি করোনা ভাইরাসের সংক্রমণের হার বাড়তে পারে বলে আশঙ্কা করেছেন মহামারী বিশেষজ্ঞ ও রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) উপদেষ্টা ডা. মুশতাক হোসেন।

আইইডিসিআরের সাবেক এই প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা বলেন, সামনে কোরবানির ঈদ। গরুর হাট বসলে সংক্রমণের বিস্ফোরণ ঘটতে পারে। মাংস বণ্টনের সময়ও সংক্রমণ ছড়াবে। এ নিয়ে এখনই ধর্ম মন্ত্রণালয় ও ইসলামিক ফাউন্ডেশনকে আলেম-ওলামাদের নিয়ে বসে সিদ্ধান্ত নিতে হবে। এই পরিস্থিতিতে কোরবানি না দিয়ে সেই টাকা অসহায়দের মধ্যে দান করে দেওয়া যায় কিনা সেটা দেখতে হবে।

করোনার কারণে হজও বন্ধ হয়ে গেছে উল্লেখ করে তিনি বলেন, ঈদুল ফিতরে কোনো ধরনের স্বাস্থ্যবিধি মানা হয়নি। সারা দেশের মানুষ ফেরিঘাটে জড়ো হয়েছেন। সেখান থেকে করোনা নিয়ে গ্রামে ফিরেছেন। সংক্রমণ বাড়িয়েছেন। তাই কোরবানির ঈদ নিয়ে দ্রুত সিদ্ধান্ত নিতে হবে।