
ঢাকার কেরানীগঞ্জে একাধিক মাদক মামলার আসামী মো: রাজু (৩৮) নামে এক মাদক ব্যবসায়ীকে হেরোইনসহ গ্রেপ্তার করেছে কেরানীগঞ্জ মডেল থানা পুলিশ। গ্রেফতারকৃত রাজুর পিতার নাম: মৃত আনসার আলী, সে জিনজিরা ইউনিয়নের রহমতপুর গ্রামের মোল্লা বাড়ি বাসিন্দা।গ্রেপ্তারের পরে রাজু স্বীকার করে সে দীর্ঘ দিন যাবৎ মাদক ব্যবসায়ের সাথে জড়িত এবং তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।
আজ বৃহস্পতিবার ভোরে জিনজিরা আওয়ামীলীগের পার্টি অফিসের পিছনের একটি গলি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে ১ হাজার পুরিয়া হেরোইন ও হেরোইন বিক্রির নগদ ৭ হাজার টাকা, একটি খেলনা পিস্তল ও মোবাইল ফোন উদ্ধার করা হয়।
কেরানীগঞ্জ মডেল থানার এস আই রফিকুল ইসলাম জানান, বৃহস্পতিবার ভোরে গোপন সংবাদে জানতে পারি জিনজিরায় মাদকের বেচাকেনা হচ্ছে।এই সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে জিনজিরা আওয়ামীলীগের পার্টি অফিসের পিছনের গলি থেকে তাকে গ্রেফতার করি।
কেরানীগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ কাজী মাইনুল ইসলাম পিপিএম বলেন, রাজু একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী, তার বিরুদ্ধে দক্ষিন কেরানীগঞ্জ থানায় ২টি মামলা, ঢাকার কোতয়ালী থানায় একটি মামলা, চট্রগ্রামের লোহাগড়া থানায় একটি মামলাসহ আরো বেশ কয়েকটি মামলা রয়েছে।
প্রতিবেদক : টিটু আহম্মেদ (স্টাফরিপোর্টার)