কেরানীগঞ্জে র‌্যাবের অভিযানে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

ঢাকার কেরানীগঞ্জের শুভাঢ্যা ইউনিয়নের চুনকুটিয়া কালিবাড়ী এলাকা থেকে জসিম উদ্দিন (৪০) নামের এক ইয়াবা ব্যবসায়ী কে গ্রেফতার করেছে র‌্যাব -১০ এর একটি টিম। এ সময় তার কাছ থেকে ৮০১ পিস ইয়াবা ও ইয়াবা বিক্রির নগদ ৯ হাজার পাচশ টাকা এবং ইয়াবা বিক্রির কাজে ব্যবহৃত ২টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

গতকাল ২৩শে জুন রাত আনুমানিক ১১টায় র‌্যাব-১০ এর কেরানীগঞ্জ ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার এ,এস,পি মোঃ আবুল কালাম আজাদ এর নেতৃত্বে একটি দল এ অভিযান পরিচালনা করে।

এ প্রসঙ্গে র‌্যাব-১০ এর ডিএডি বদিউল আলম জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি, দক্ষিণ কেরানীগঞ্জ থানার চুনকুটিয়ার কালিবাড়ী তবে মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় করা হচ্ছে।এ সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে জসিম উদ্দিন (৪০) নামের একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।

পরে র‌্যাব সদস্যরা জসিমের দেহ তল্লাশী করে তার কাছ থেকে ৮০১ পিস ইয়াবা ও ইয়াবা বিক্রির নগদ ৯ হাজার পাচশ টাকা এবং ইয়াবা বিক্রির কাজে ব্যবহৃত ২টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

এ বিষয়ে র‌্যাব বাদী হয়ে দক্ষিন কেরানীগঞ্জ থানায় মাদক আইনে একটি মামলা দায়ের করেন। এবং গ্রেপ্তারকৃত আসামীসহ উদ্ধার হওয়া মালামাল থানায় হস্তান্তর করে।

প্রতিবেদক : টিটু আহম্মেদ  (স্টাফরিপোর্টার)