কেরানীগঞ্জে ২৪ ঘন্টায় নতুন করোনা শনাক্ত ৪২ জন

সারাদেশে আজ করোনা আক্রান্তের ও মৃত্যুর সংখ্যা গতকালের থেকে একটু কম হলেও, কেরানীগঞ্জে  করোনা আক্রান্তের সংখ্যাও লাফিয়ে লাফিয়ে বেড়েই চলেছে। আজ  উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডাক্তার  সহ করোনা আক্রান্তের সংখ্যা ৪২ জন,তা এযাবৎ কালের মধ্যে সর্বোচ্চ। এনিয়ে কেরানীগঞ্জে মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে  ৬৮৫ জনে। আক্রান্তদের মধ্যে ১৯ জন নারী ও বাকি সবাই পুরুষ। তবে সবচেয়ে উদ্বেগের বিষয় ৩দিনে আক্রান্তের সংখ্যা ১০০ বেশি, যা অনেক জেলা শহরেও নেই।

আজ রাত ৯:৪৫ মিনিটে  উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মকর্তা ডাঃ মীর মোবারক হোসেন এক প্রেস বিজ্ঞপ্তিতে সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন।

আক্রান্তদের মধ্যে শুভাঢ্যা ইউনিয়নে চারজন নারী  ও চারজন পুরুষ সহ মোট ৮  জন। জিঞ্জিরা ইউনিয়নে সাত জন নারী ও ছয়জন পুরুষ সহ মোট ১৩ জন। আগানগর ইউনিয়নে একজন নারী ও একজন পুরুষ সহ ২ জন

তেঘরিয়া ইউনিয়নে চারজন পুরুষ । কালিন্দী ইউনিয়নে তিন জন নারী ও একজন পুরুষ সহ মোট ৪ জন। শাক্তা ইউনিয়নে তিন জন পুরুষ।

রুহিতপুর ইউনিয়নে একজন ডাক্তারসহ দুই জন পুরুষ ও দুই জন নারী। তারানগর ইউনিয়নে দুই জন নারী।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একজন পুরুষ চিকিৎসক তার বয়স ২৯ বছর।

উল্লেখ্য কেরানীগঞ্জে গত ৫ই এপ্রিল প্রথম করোনা আক্রান্ত রোগী শনাক্ত করা হয় এবং ১১ই জুন তা ৬০০ ঘর অতিক্রম করে। এখন পর্যন্ত মৃত্যু বরণ করেছেন ২১ জন, সুস্থ হয়ে উঠছেন ২১৫ ও মোট পরিক্ষা করা হয়েছে ২১০০ জনের কাছাকাছি।

প্রতিবেদক : টিটু আহম্মেদ  (স্টাফরিপোর্টার)