কেরানীগঞ্জে ধর্ষণ চেষ্টার আসামি নাহিদ গ্রেফতার

ধর্ষণ চেষ্টার অভিযোগের আসামি বখাটে নাহিদ (২৫ ) কে গ্রেফতার করেছে কলাতিয়া পুলিশ ফাঁড়ি। এস আই চুন্নুর নেতৃত্বে কলাতিয়া পুলিশ ফাঁড়ির একটি টিম গতকাল ১১ই জুন বিকেলে তালেপুর থেকে তাকে গ্রেফতার করে। আটককৃত নাহিদের পিতার নাম খোকন মিয়া। সে তালেপুরের বাসিন্দা ও তথাকথিত ছাত্রলীগ নেতা বলে দাবি করে। আটকের পর আজ শুক্রবার আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

মামলার তদন্তকারী কর্মকর্তা কলাতিয়া পুলিশ ফাঁড়ির এসআই চুন্নু মিয়া বলেন, অভিযুক্ত যুবক এলাকায় বখাটে হিসেবেই পরিচিত। এলাকায় তাকে নিয়ন্ত্রণ করার কেউ ছিলোনা। বিভিন্ন নেতাকর্মীদের নাম ভাঙিয়ে এলাকায় অপকর্ম করে বেড়াত সে। অবশেষে তাকে শীলতাহানী মামলায় আটক করে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। তার আটকের খবরে এলাকায় স্বস্থি ফিরে এসেছে।

উল্লেখ্য গত ১০ই জুন তালেপুর উচ্চ বিদ্যালয়ের দারোয়ান শফিকুল ইসলামের যুবতী মেয়েকে

জোরপূর্বক ধর্ষনের চেষ্টা করে নাহিদ (২৫)। এ সময় যুবতীর ডাক-চিৎকারে আশেপাশের মানুষ দ্রুত ঘটনাস্থলে এসে যুবতীটিকে উদ্ধার করে। কিন্তু বখাটে নাহিদ সুযোগ বুঝেই সেখান থেকে পালিয়ে যায়। পরে এ বিষয়ে কেরানীগঞ্জ মডেল থানায় একটি অভিযোগ দায়ের করা হয়। এর‌ই প্রেক্ষিতে অভিযুক্ত নাহিদ কে গ্রেফতার করেছে পুলিশ।

প্রতিবেদক : টিটু আহম্মেদ  (স্টাফরিপোর্টার)