রাজধানীতে বিদ্যানন্দের ত্রাণের ট্রাক চুরি !

নভেল করোনাভাইরাসের (কোভিড-১৯) এই সংকটকালে অসহায়-দরিদ্র মানুষের পাশে দাঁড়ানো স্বেচ্ছাসেবী সংগঠন বিদ্যানন্দের একটি ত্রাণের ট্রাক চুরি হয়ে গেছে। গত সোমবার শেষ রাতের দিকে রাজধানীর মিরপুর থেকে চুরি হয়ে যায় তাদের ত্রাণের মিনি ট্রাকটি।

গতকাল মঙ্গলবার রাতে বিদ্যানন্দের ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে এ ঘটনা জানানো হয়। যদিও পুলিশের চেষ্টায় গতকালই রাজধানীর বাইরে থেকে চুরি যাওয়া সেই ত্রাণের ট্রাকটি উদ্ধার করা হয়েছে।

ফেসবুকে বিদ্যানন্দ জানায়, সোমবার শেষ রাতের দিকে তাদের একটি ত্রাণের ট্রাক চুরি হয়ে যায়। সারারাত কাজ শেষে এমন ঘটনায় সংগঠনের স্বেচ্ছাসেবীদের মন খারাপ হয়ে যায়। দেশের এই সংকটকালে মানুষের পাশে দাঁড়িয়ে অনুপ্রেরণার গল্প রচনা করতে গিয়ে নিজেরাই পড়ে যান এক দুর্যোগে।

তবে তাদের এই দুর্যোগ বেশিক্ষণ স্থায়ী হয়নি। মঙ্গলবার রাজধানী ঢাকার বাইরে থেকে ট্রাকটি উদ্ধার করা হয়। পুলিশ সাদা পোশাকে ফাঁদ পেতে মুক্তিপণ দেওয়ার নাম করে ট্রাকটি উদ্ধার করে। এতে নেতৃত্ব দেন পুলিশের উপ-পরিদর্শক (এসআই) সাদ্দাম হোসেন, এসআই যুবরাজ হোসেন এবং সহাকারী উপ-পরিদর্শক (এএসআই) সিদ্দিকুর রহমান।

এ দুর্যোগ থেকে উদ্ধার করার জন্য সংগঠনটির পক্ষ থেকে ডিসি মিরপুর মোশতাক আহমেদ ও ডিসি গুলশানের সুদীপ চক্রবর্তীর প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।

ফেসবুকে স্বেচ্ছাসেবী সংগঠনটি আরো জানায়, ট্রাকটি ফেরত পাওয়া মূল বিষয় নয়। মূল বিষয় হচ্ছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর আস্থা রেখে ফল পাওয়া যাচ্ছে। এ জন্য তারা খুশি।