
সারাদেশে যেমন করোনায় মৃত্যুর সংখ্যা অপরিবর্তিত রয়েছে, তেমনি কেরানীগঞ্জে করোনা আক্রান্তের সংখ্যাও অপরিবর্তিত। কেরানীগঞ্জ উপজেলায় আজও আক্রান্ত রোগীর সংখ্যা ১০ জন। এনিয়ে কেরানীগঞ্জে মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫৬২ জনে। আক্রান্তদের মধ্যে একজন নারী, একজন শিশু ও বাকি সবাই পুরুষ।
আজ বিকেলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মকর্তা ডাঃ মীর মোবারক হোসেন এক প্রেস বিজ্ঞপ্তিতে সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন।
আক্রান্তদের মধ্যে শুভাড্যা ইউনিয়নের খেজুর বাগ একজন শিশু, তার বয়স ৯ বছর ও একজন পুরুষ তার বয়স ৩৪ বছর। কালিন্দী ইউনিয়নে ৪ জন পুরুষ। তাদের বয়স ৪০ থেকে ৫৫ মধ্যে।
জিঞ্জিরা ইউনিয়নের মান্দাইলে একজন নারী, তার বয়স ৪৫ বছর ও দুই জন পুরুষ, তাদের একজনের বয়স ৩৩ ও অপর জনের বয়স ৪৮ বছর। তেঘরিয়া ইউনিয়নে একজন পুরুষ, তার বয়স ৩৩ বছর।
উল্লেখ্য কেরানীগঞ্জে গত ৫ই এপ্রিল প্রথম করোনা আক্রান্ত রোগী শনাক্ত করা হয় এবং ২রা জুন তা ৫০০ ঘর অতিক্রম করে। এখন পর্যন্ত মৃত্যু বরণ করেছেন ২১ জন, সুস্থ হয়ে উঠছেন ১৫০ ও মোট পরিক্ষা করা হয়েছে ১৬০০ জনের।
প্রতিবেদক : টিটু আহম্মেদ (স্টাফরিপোর্টার)