
বিশ্ব স্বাস্থ্য সংস্থা সতর্ক করে দিয়ে বলেছে, করোনাভাইরাসের দ্বিতীয় ঝড় উঠতে যাচ্ছে পৃথিবীতে। বাংলাদেশের বর্তমান সংক্রমণ পরিস্থিতিও যেন সেদিকেই ইঙ্গিত দিচ্ছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে সংক্রমিত হয়েছেন ২ হাজার ৫২৩ জন, আগের দিনের (২০২৯ জন) তুলনায় এই সংখ্যা প্রায় ৫০০ বেশি। তার আগের দিনও (২৭ মে আক্রান্ত ছিল ১৫৪১) একই ব্যবধানে সংক্রমণ বাড়তে দেখা গেছে। মোট ৪২ হাজারের কিছু বেশি আক্রান্তের মধ্যে শেষ ১০ দিনেই প্রায় ১৯ হাজার !
বর্তমানে দেশে করোনাভাইরাসে আক্রান্তের মোট সংখ্যা ৪২ হাজার ৮৪৪। মোট মৃত্যু ৫৮২ জন। সুস্থ হয়ে উঠেছেন ৯ হাজার ১৫ জন। ওয়ার্ল্ডওমিটারের তথ্য অনুযায়ী, গুরুতর অবস্থায় চিকিৎসাধীন আছেন ১ জন।
দেশে প্রথমবারের মতো করোনাভাইরাসের রোগী শনাক্ত হয় গত ৮ মার্চে। পরের ১ মাসে (৮ এপ্রিল পর্যন্ত) এই সংক্রমণ পৌঁছে ২১৮ জনে। তার পরের ১ মাসে (৮ মে পর্যন্ত) দেশে করোনায় আক্রান্ত রোগী বেড়ে দাঁড়ায় ১৩ হাজার ১৩৪। মূলত চলতি মাসের শুরু থেকেই করোনাভাইরাস সংক্রমণ ভয়ংকরভাবে ঊর্ধ্বমূখী।
আজ থেকে ১০ দিন আগে (১৮ মে) দেশে করোনায় আক্রান্ত ছিল ২৩ হাজার ৮৭০ জন। এখন সেটা ৪২ হাজার ৮৪৪। অর্থাৎ প্রায় ১৯ হাজার (১৮৯৭৪) মানুষ আক্রান্ত হয়েছে শেষ ১০ দিন। এভাবে চলতে থাকলে সংক্রমণ কোথায় গিয়ে ঠেকবে, তা বলা মুশকিল।