আ. লীগের সাংগঠনিক সম্পাদক নাদেল করোনায় আক্রান্ত

নভেল করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়েছেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৗধুরী নাদেল। তিনি বাংলাদেশ ক্রিকেট বোর্ডেরও (বিসিবি) পরিচালক।

আজ শুক্রবার সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে তার নমুনা পরীক্ষার ফলাফল পজিটিভ আসে বলে নিশ্চিত করেন হাসপাতালের উপ-পরিচালক ডা. হিমাংশু লাল রায়।

সিলেট আওয়ামী লীগের দলীয় সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার করোনাভাইরাস পরীক্ষার জন্য শফিউল আলম চৌধুরী নাদেলের নমুনা সংগ্রহ করা হয়। পরে আজ শুক্রবার সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবে পরীক্ষার পর তার রিপোর্ট পজিটিভ আসে।

বর্তমানে তিনি সিলেটে নিজ বাসায় আইশোলেশনে আছেন। তবে তার শরীরে বড় ধরনের কোনো করোনার লক্ষণ নেই। তিনি সুস্থ আছেন এবং বাসায় চিকিৎসা নিচ্ছেন।

দলীয় সূত্রে আরো জানা যায়, দেশে করোনাভাইরাসের প্রাদুর্ভাবের পর থেকে তিনি প্রতিদিনই নিজের সংসদীয় আসনের বিভিন্ন জায়গায় গিয়ে অসহায়দের মাঝে ত্রাণ বিতরণ করেছেন। এরই মধ্যে সন্দেহের বশে গতকাল বৃহস্পতিবার করোনা পরীক্ষা করেন তিনি।