বিপিএল খেলতে আগ্রহী নিউজিল্যান্ডের অধিনায়ক

বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) টি-টোয়েন্টি ক্রিকেটে খেলার আগ্রহ প্রকাশ করেছেন নিউজিল্যান্ডের অধিনায়ক কেন উইলিয়ামসন। তামিম ইকবালের ফেসবুক লাইভ আড্ডায় পঞ্চম বিদেশী খেলোয়াড় হিসেবে উপস্থিত হয়ে বাংলাদেশের জনপ্রিয় আসর বিপিএল খেলার ইচ্ছার কথা জানান উইলিয়ামসন। বিশ্বের অন্যান্য তারকা খেলোয়াড়দের অংশ গ্রহনে ইতোমধ্যেই ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছে বিপিএল।

আইপিএলে সানরাইজার্স হায়দারাবাদকে নেতৃত্ব দিয়ে থাকেন উইলিয়ামসন। কিন্তু কখনো বিপিএল খেলা হয়নি তার। কিন্তু আন্তর্জাতিক সূচি না থাকলে ভবিষ্যতে বিপিএল খেলার প্রত্যয় ব্যক্ত করেছেন উইলিয়ামসন। কিউই অধিনায়ককে বিপিএলে খেলতে আমন্ত্রণসহ তামিমের লাইভ আড্ডায় অনেক বিষয় নিয়ে আলোচনা করেন দুজন।

বিপিএল নিয়ে উইলিয়মসনকে তামিম বলেন, ‘কেন তুমি অবশ্যই জান, আমাদের একটি টি-টোয়েন্টি টির্নামেন্ট বিপিএল রয়েছে। এটি দারুন একটি টুর্নামেন্ট। আমি চাইব, তুমি ভবিষ্যতে এই টুর্নামেন্টে খেলবে।’

তামিমের আমন্ত্রণে ইতিবাচক সাড়া দিয়ে উইলিয়ামসন বলেন, ‘আমি সত্যিই আগ্রহী। যদি কোনো আন্তর্জাতিক সূচি না থাকে, আমি অবশ্যই বিপিএল খেলব। টুর্নামেন্টটি সত্যিই দুর্দান্ত এবং দারুণ প্রতিযোগিতা হয়। এই টুর্নামেন্টে অনেক ভালো কিছু বিষয় আছে। দেখা যাক কি হয়।’