
বরিশাল বিভাগে গত ২৪ ঘণ্টায় ১৩ জন কোভিড-১৯ রোগী শনাক্ত হয়েছে। এর মধ্যে ছয়জনই ভোলার। এই জেলায় আক্রান্তের সংখ্যার দিক থেকে এটা সর্বোচ্চ। বরিশাল বিভাগীয় স্বাস্থ্য বিভাগের সহকারী পরিচালক শ্যামল কৃষ্ণ মন্ডল এ তথ্য নিশ্চিত করেছেন।
নতুন আক্রান্ত ১৩ জন নিয়ে বরিশাল বিভাগে করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়াল ২১৬ জন। তাঁদের মধ্যে ৩৩ জন চিকিৎসক, নার্স ও স্বাস্থ্য বিভাগের কর্মী এবং ৮ জন পুলিশ সদস্য রয়েছেন।
স্বাস্থ্য বিভাগ সূত্র জানায়, গত ২৪ ঘণ্টায় আক্রান্ত ১৩ জনের মধ্যে ভোলায় ছয়জন, পিরোজপুরে তিনজন, বরিশাল ও ঝালকাঠি জেলায় দুজন করে রোগী শনাক্ত হয়েছেন। এ পর্যন্ত বিভাগে করোনায় ছয়জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে তিনজন পটুয়াখালী জেলার, দুজন বরগুনার এবং একজন বরিশাল জেলার।
বিভাগীয় স্বাস্থ্য বিভাগ সূত্র জানায়, করোনাভাইরাস সংক্রমণের দিক থেকে বিভাগে সবার ওপরে আছে বরিশাল জেলা। আক্রান্ত ১১৬ জনের মধ্যে বরিশাল জেলার ৭৩ জন। দ্বিতীয় অবস্থানে রয়েছে বরগুনা জেলা। এই জেলায় আক্রান্তের সংখ্যা ৪২ জন। এ ছাড়া পটুয়াখালী জেলায় ৩২ জন, ভোলায় ১৬ জন, পিরোজপুরে ৩৪ জন ও ঝালকাঠিতে ১৯ জন।
বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের সহকারী পরিচালক শ্যামল কৃষ্ণ মণ্ডল বলেন, এপ্রিলের শেষ সপ্তাহ এবং মে মাসের প্রথম সপ্তাহে সংক্রমণ কিছুটা স্থিতিশীল থাকলেও এরপর থেকে তা ক্রমেই বাড়ছে। এর পেছনে স্বাস্থ্যবিধি না মানা এবং অসচেতনতাকে দায়ী করে তিনি বলেন, সংক্রমণের ক্ষেত্রে মে মাসটি খুবই গুরুত্বপূর্ণ বলে সতর্কতা দেওয়া হয়েছিল। কিন্তু এই মাসে যতটা স্বাস্থ্যবিধি মানার কথা তা মানা হচ্ছে না। ঈদের কেনাকাটায় সবাই ব্যস্ত যা বড় ধরনের বিপদে ফেলে দিতে পারে।