
গোটা বিশ্ব মহামারি করোনাভাইরাসের সংক্রমণের প্রভাবে থমকে আছে। খেলাধুলাতেও এর প্রভাব পড়েছে। বছরের শুরু থেকেই বন্ধ রয়েছে সব ক্রীড়া ইভেন্ট। যার দরুন গৃহবন্দী অবস্থায় ক্রীড়াপ্রেমীরা খেলা উপোভোগ করতে পারছেন না। এতে অনেকেই মানসিকভাবে হতাশায় আছেন। তাদের এই হতাশা দূর করতে ভিন্ন এক উদ্যোগ নিয়েছেন দেশসেরা ওপেনার ও বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল। সামাজিক যোগাযোগমাধ্যমে লাইভে এসে দলের সতীর্থ, সাবেক ক্রিকেটার ও বোর্ডের কর্মকর্তাদের সঙ্গে আলাপচারিতা চালাচ্ছেন। বাদ যাচ্ছেন না বিশ্বের অন্যান্য দেশের ক্রিকেটাররাও। এরই ধারাবহিকতায় আজ শুক্রবার তার সঙ্গে লাইভে আসছেন ভারতের ড্যাশিং ওপেনার হিটম্যান খ্যাত রোহিত শর্মা।
রমজান মাসের শুরু থেকেই এই কাজ করে আসছেন তামিম। এতে করে ক্রিকেটপ্রেমীদের একটু সুবিধাই হলো। প্রিয় ক্রিকেটারদের খেলা না দেখতে পারলেও তাদের সঙ্গে ফেসবুক লাইভে কিছু সময় কাটাতে পারছেন। এতে ড্রেসিংরুম থেকে শুরু করে হোটেলের অনেক মজার ঘটনা জানা যাচ্ছে, যা সবসময় পর্দার আড়ালেই থেকে যায়।
তামিমের সঙ্গে লাইভে সর্বপ্রথম আসেন দেশসেরা ব্যাটসম্যান ও সাবেক অধিনায়ক মুশফিকুর রহিম। এরপর একে একে অতিথি হন মাহমুদুল্লাহ রিয়াদ, মাশরাফি বিন মর্তুজা, তাসকিন আহমেদ, রুবেল হোসেন, নাসির হোসাইন। একসঙ্গে আসেন সাবেক তিন অধিনায়ক হাবিবুল বাশার সুমন, নাইমুর রহমান দূর্জয় ও খালেদ মাহমুদ সুজন। গত বুধবার প্রথম বিদেশি ক্রিকেটার হিসেবে হাজির হন দক্ষিণ আফ্রিকার অন্যতম সেরা ব্যাটসম্যান ও অধিনায়ক ফাফ ডু প্লেসি।
এবার তামিম ইকবালের লাইভ আড্ডায় যুক্ত হচ্ছেন ভারতীয় ক্রিকেট তারকা রোহিত শর্মা। গত মঙ্গলবার নিজের ফেসবুক পেজ থেকে এক পোস্টের মাধ্যমে এই তথ্য নিশ্চিত করেন তামিম নিজেই। সেখানে বলা হয়, শুক্রবার ১৫ মে বাংলাদেশ সময় রাত সাড়ে দশটায় ফেসবুক লাইভে তার সঙ্গে যুক্ত হবেন রোহিত শর্মা।
এই পোস্টের পরেই ক্রিকেটপ্রেমীদের মধ্যে সাড়া পড়ে যায়। প্রতিদ্বন্দী দুই দেশের সেরা দুই ব্যাটসম্যানের মধ্যকার ফেসবুক লাইভ যে এবারই প্রথম হচ্ছে। তাছাড়া ভারতীয় এই ওপেনারের বিশাল ভক্ত রয়েছে বাংলাদেশে।