
রাশিয়ার সেন্ট পিটার্সবার্গে একটি হাসপাতালে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় ৯ করোনা রোগীর মৃত্যু হয়েছে। তারা সবাই হাসপাতালটির নিবিড় পরিচর্যা কেন্দ্র আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন।
স্থানীয় সময় সোমবার মধ্যরাতে মস্কোর ওই কেয়ার হোমে ভয়াবহ এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
দেশটির জরুরি ব্যবস্থাপনা মন্ত্রণালয় জানিয়েছে, এরইমধ্যে আগুন নিয়ন্ত্রণে এসেছে। নিরাপদে সরিয়ে নেয়া হয়েছে দেড়শো মানুষকে।
রুশ বার্তা সংস্থাগুলো জানিয়েছে, একটি ভেন্টিলেটরে শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
পিটার্সবার্গের ইমারজেন্সি বিভাগের একটি সূত্র রুশ বার্তাসংস্থা ইন্টারফ্যাক্সকে বলেছে, ভেন্টিলেটরগুলো সর্বোচ্চ সীমার মধ্যে থেকে কাজ করছে। ধারণা করা হচ্ছে, অতিরিক্ত চাপের কারণে ভেন্টিলেটরে আগুন ধরেছে।
বিশ্বজুড়ে করোনা আক্রান্তের সংখ্যার দিক দিয়ে তৃতীয় অবস্থানে রয়েছে রাশিয়া। সোমবার (১১ মে) সরকারিভাবে দেয়া তথ্য অনুযায়ী, সে দেশে একদিনে সর্বোচ্চ ১১ হাজার ৬৫৬ জন নতুন করে আক্রান্ত হয়েছে। এর মধ্য দিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ২১ হাজার ৩৪৪ জনে। আক্রান্তের সংখ্যার দিক দিয়ে ইতালি ও যুক্তরাজ্যকে ছাড়িয়ে গেছে রাশিয়া।