বরিশাল সদর উপজেলায় ছাত্রলীগ নেতা হিরাকে গুরুত্বপূর্ণ পদ দেয়ার দাবি

বরিশাল সদর উপজেলা ছাত্রলীগ নেতা মোঃ রায়হান হোসেন হিরা তাঁর সততা আর সাদামাটা জীবনযাপনের জন্য রাজনৈতিক মহলে যথেষ্ট পরিচিত মুখ। তবে প্রচারবিমুখ হওয়ায় দীর্ঘদিন ছিলেন আলোচনার বাইরে। লোভ-লালসার রাজনীতির মধ্যেও নিজ আদর্শে অটল এই নেতা নীরবে-নিভৃতে বরিশাল সদর উপজেলায় কাজ করে যাচ্ছে। রাজনীতির মাঠে চলাচল নিয়মিত হলেও ছিলেন না কোনো সাংগঠিনক দায়িত্বে। তবে এই করোনা পরিস্থিতি মোকাবেলার সময়ে আলোচনায় এসেছেন তিনি। আর সেই ঘুরে দাঁড়ানোর পেছনে কল-কাঠি হিসেবে কাজ করছে তার সততা ও সাদামাটা জীবন!

সমসাময়িক অনেকেই বিত্ত-বৈভবের মালিক হলেও মোঃ রায়হান হোসেন হিরার বিরুদ্ধে লাগেনি কোনো দুর্নীতি, টেন্ডারবাজি বা লোভ-লালসার তকমা। দল পরপর তিনবার ক্ষমতায় থাকলেও নিজেকে সব লোভ-লালসার উর্ধ্বে রেখে ব্যক্তি ভাবমূর্তি উজ্জ্বল করেছেন তিনি।

তিনি বরিশাল সদর উপজেলার চরকাউয়া ইউনিয়নের ৯নং ওয়ার্ডের মানিক মিয়ার ছেলে। তিনি বরিশাল রাজনীতির আইকন বরিশাল সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ ও বরিশাল জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক রাজিব খানের হাত ধরে রাজনীতি করে যাচ্ছে। এমনকি শুধু তিনি নন তার পরিবারের সকলেই মুজিব তথা আওয়ামীলীগের আদর্শে বিশ্বাসি।

জানা গেছে, করোনা প্রতিরোধে মানুষদেরকে নাকে ও মুখে মাস্ক পড়া, জনসমাগম থেকে দূরে থাকা, হাত মিলানো, হ্যান্ড স্যানিটাইজার ব্যবহারের মাধ্যমে করোনা সম্পর্কে সচেতন হওয়ার আহ্বান জানান। এছাড়া সরকারের নির্দেশনাগুলো মেনে চলার আহ্বান জানান। করোনা প্রাদূর্ভাবের শুরু থেকেই তিনি এলাকার মানুষের মাঝে সচেতনতার বৃদ্ধির জন্য নিজ এলাকায় কাজ করে যাচ্ছেন। এমনকি নিজের প্রচেষ্টায় কর্মহীন দরিদ্র মানুষের বাড়িতে বাড়িতে খাবার পৌঁছে দিয়েছেন। দিনরাত এক করে সদর উপজেলার সাধারন মানুষের দ্বারে দ্বারে ছুঠে চলেছেন। তার এমন উদ্যোগকে স্থানীয় নেতাকর্মীরা সাদুবাদ জানিয়েছেন।

সম্প্রতি তার এহেন কর্মকাণ্ডে সকলে মুগ্ধ হয়েছেন। পাশাপাশি তাকে বরিশাল সদর উপজেলার ছাত্রলীগের গুরুত্বপূর্ণ পদে দেখার আশাবাদ ব্যক্ত করেছেন। এবং একাধিক ফেসবুক আইডিতে তাকে বরিশাল সদর উপজেলার ছাত্রলীগের গুরুত্বপূর্ণ পদ দেয়ার দাবি জানানো হয়।

এ বিষয়ে জানতে চাইলে এ ছাত্রনেতা মোঃ রায়হান হোসেন হিরা বলেন, এমন গুঞ্জন আমার কানেও এসেছে। আপা যদি কোনো দায়িত্ব দেন তাহলে সেটা সর্বোচ্চ নিষ্ঠার সঙ্গে পালন করার চেষ্টা করবো।