হোয়াইট হাউসে করোনার থাবা, শঙ্কায় ট্রাম্প

এবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সরকারি বাসভবন হোয়াইট হাউসে প্রবেশ করেছে মরণঘাতী করোনাভাইরাস। প্রেসিডেন্টের পরিবারের নিরাপত্তার সঙ্গে সংশ্লিষ্ট এমন এক সামরিক কর্মকর্তা কোভিড-১৯ আক্রান্ত হয়েছেন। এতে ট্রাম্প ও তার পরিবারের সদস্যদের সংক্রমিত হওয়ার প্রবল শঙ্কা তৈরি হয়েছে। এমনকি মার্কিন প্রেসিডেন্ট নিজেও এ খবরে বিচলিত হয়েছেন বলে খবর দিয়েছে দেশটির প্রভাবশালী গণমাধ্যম সিএনএন।

বৃহস্পতিবার প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন নৌবাহিনীর শীর্ষ পর্যায়ের ওই কর্মকর্তা প্রেসিডেন্টের পরিবারের ব্যক্তিগত কর্মকর্তা হিসেবে দায়িত্বরত। তিনি মার্কিন প্রেসিডেন্ট ও ফার্স্ট লেডির সেবায় নিয়োজিত। গতকাল বুধবার ওই কর্মকর্তার শরীরে করোনার উপস্থিতি শনাক্ত হয়। এর পরই বিষয়টি জানতে পারেন মার্কিন প্রেসিডেন্ট।

সিএনএন বলছে, নিজের কাছের একজন কর্মকর্তার করোনা আক্রান্ত হওয়ার খবরে অনেকটাই বিচলিত হয়েছেন ডোনাল্ড ট্রাম্প। এমনকি বিষয়টি নিশ্চিত হতে হোয়াইট হাউসের চিকিৎসকরা একাধিকবার ওই কর্মকর্তার কোভিড-১৯ টেস্ট করান। কিন্তু প্রত্যেকবার তার পরীক্ষার ফল পজিটিভ আসে।

বৃহস্পতিবার হোয়াইট হাউসের ডেপুটি প্রেস সেক্রেটারি হোগান গিডলি এক বিবৃতিতে ওই কর্মকর্তার করোনা আক্রান্তের বিষয়টি নিশ্চিত করে বলেন, ওই খবরের পর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ভাইস-প্রেসিডেন্ট মাইক পেন্সের কোভিড-১৯ টেস্টা করা হয়। তবে দুই জনেরই পরীক্ষার ফল নেগেটিভ এসেছে। তাদের দুই জনের স্বাস্থ্যের অবস্থাও ভালো বলে জানিয়েছেন হোয়াইট হাউসের ওই মুখপাত্র।

উল্লেখ্য, এর আগে মার্চের মাঝামাঝি সময়ে ট্রাম্পের করোনা আক্রান্তের শঙ্কা দেখা দেয়। ওই সময় ব্রাজিলের প্রেসিডেন্টের নেতৃত্বে আসা একটি প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক ও নৈশভোজে অংশ নেন ডোনাল্ড ট্রাম্প। দেশে ফিরে যাওয়ার পর ব্রাজিলের প্রেসিডেন্টসহ কয়েকজনের করোনা শনাক্ত হয়। এর পরই আশঙ্কা প্রকাশ করা হয় যে, মার্কিন প্রেসিডেন্ট কোভিড-১৯ আক্রান্ত হতে পারেন। তবে টেস্টে তার রেজাল্ট নেগেটিভ আসে।