
নারায়ণগঞ্জের আড়াইহাজারে একটি বাড়িতে টিউবওয়েলের পানি পান করে একই পরিবারের ছয়জন গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন বলে খবর পাওয়া গেছে। অসুস্থ ছয়জনকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। রোববার (৩ মে) দুপুরে উপজেলার বিশনন্দী ইউনিয়নের দয়াকান্দা গ্রামে এ ঘটনা ঘটেছে।
অসুস্থরা হলেন, রমিজ উদ্দিনের ছেলে উজ্জ্বল (২৮), হাসিব (২২), মেয়ে মানসুরা (২৪) ও রুমি (১৮) এবং হাসিবের স্ত্রী রোমানা (১৮) ও রোমানার বড় বোন রহিমা (২৬)।
রমিজ উদ্দিন জানান, ভোরে বাড়ির টিউবওয়েলের পানি পান করে পরিবারের সদস্যরা। এরপর পরিবারের ছয় সদস্যের মধ্যে বিষক্রিয়া শুরু হয়। সন্দেহ হলে টিউবওয়েলের পানিতে বিষের গন্ধ পান। পরে অসুস্থদের আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক বিষক্রিয়ার বিষয়টি নিশ্চিত করেন এবং তাদের ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।
আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কেন্দ্রের জরুরি বিভাগের চিকিৎসক আব্দুল্লাহ আল কামাল জানান, হাসপাতালে নিয়ে আসার পর অবস্থা খারাপ হওয়ায় তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ধারণা করা হচ্ছে, অসুস্থ ব্যক্তিরা সবাই বিষমিশ্রিত পানি পান করেছেন।
ওসি নজরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে সময় নিউজকে বলেন, খবর পেয়ে সাথে সাথে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। ধারণা করা হচ্ছে কেউ শত্রুতা করে পুকুরে মাছ মারার বিষ ওই বাড়ির টিউবওয়েলের ভিতরে ঢেলে দিয়েছে। যার কারণে পরিবারটির এতগুলো সদস্য অসুস্থ হয়ে পড়েছে।
তিনি আরো বলেন, অসুস্থরা ঢাকা মেডিকেল থেকে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে ইতিমধ্যে বাড়িতে ফিরে এসে থানায় অভিযোগ দিয়েছে। আমরা তাদের অভিযোগ গ্রহণ করেছি। তিনি দুঃখ প্রকাশ করে বলেন, বিষ ক্রিয়ায় তাদের মৃত্যুও হতে পারতো। তার আমরা গুরুত্ব দিয়ে দেখছি। কারা এ ঘটনায় জড়িত সে বিষয়টি খতিয়ে দেখছি। তাদেরকে শনাক্ত করে আইনের আওতায় আনা হবে বলেও জানান তিনি।