ব্রাহ্মণবাড়িয়াকে নিয়ে ট্রল করলে বা গালি দিলে আইনি ব্যবস্থা

সম্প্রতি বেশ কয়েকটি ঘটনাকে কেন্দ্র করে ব্রাহ্মণবাড়িয়া জেলাকে নিয়ে দেশব্যাপী আলোচনা চলছে। বিশেষ করে সামাজিক যোগাযোগমাধ্যমে জেলার মানুষদের নিয়ে অনেক বেশি ট্রল হচ্ছে। এবার এইসব কটাক্ষকারীদের সতর্ক করলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি র. আ. ম. উবায়দুল মোকতাদির চৌধুরী।

রোববার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে করোনাভাইরাস প্রতিরোধ সংক্রান্ত কমিটির সভায় কটাক্ষকারীদের সতর্ক করে তিনি বলেন, ব্রাহ্মণবাড়িয়া জেলাকে কেউ গালিগালাজ করলেই তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে। এখন থেকে কাউকে আর ছাড় দেয়া হবে না।

ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর ও বিজয়নগর) আসনের এই সংসদ সদস্য বলেন, কিছু একটা হলেই মানুষ এখন ব্রাহ্মণবাড়িয়াকে গালি দেয়। অথচ অপরাধ কী, তা এখনো বুঝলাম না। তাদের কাছে মনে হয়, যেন ব্রাহ্মণবাড়িয়াকে গালি দেয়া খুব সহজ। যারা গালি দেয় তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে। কাউকে ছাড় দেয়া হবে না।

কারো রক্তচক্ষুকে ভয় পান না উল্লেখ করে তিনি বলেন, ইতোমধ্যে কটাক্ষকারীদের বিরুদ্ধে নিয়মিত মামলা করার চেষ্টা করা হচ্ছে। যদি মামলা না হয়, তাহলে উকিল নোটিশ দিয়ে অভিযুক্তকে আদালতে দাঁড় করানো হবে।

চাল ও ত্রাণ চুরির ঘটনা প্রসঙ্গে এই সাংসদ বলেন, সঠিক লোকদের ত্রাণ দিতে হবে। কেউ যেন বাদ না পড়ে। আর যারা ত্রাণ চুরির সঙ্গে জড়িত তাদের কাউকে ছাড় দেয়া হবে না। অভিযুক্ত ব্যক্তি জনপ্রতিনিধি কিংবা দলীয় লোক যেই হোক, সবার ক্ষেত্রে একই নিয়ম।

এ সময় আরো উপস্থিত ছিলেন জেলা প্রশাসক হায়াত উদ-দৌলা খাঁন, পুলিশ সুপার মোহাম্মদ আনিসুর রহমান, সিভিল সার্জন ডা. মোহাম্মদ একরাম উল্লাহ, পৌরসভার মেয়র নায়ার কবির, জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আল মামুন সরকার প্রমুখ।