
দেশে প্রাণঘাতী করোনাভাইরাসের (কোভিড-১৯) কারণে সৃষ্ট পরিস্থিতিতে স্বাস্থ্যসেবা দিতে গিয়ে এখন পর্যন্ত ৮০০ জন চিকিৎসক ও নার্স সংক্রমিত হয়েছেন। এর মধ্যে চিকিৎসক আক্রান্ত হয়েছেন ৪৭৫ জন এবং নার্স ৩২৫ জন। বৃহস্পতিবার এ তথ্য জানায় বাংলাদেশ ডক্টরস ফাউন্ডেশন (বিডিএফ)।
ফাউন্ডেশনটির দেওয়া তথ্য মতে, সরকারি-বেসরকারি মোট ৮০০ জন চিকিৎসক ও নার্স এখন পর্যন্ত করোনাভাইরাসের আক্রান্ত হয়েছেন। এর মধ্যে শুধু একজন চিকিৎসক ইতোমধ্যে মারা গেছেন। অনেকই নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন আছেন।
আক্রান্ত চিকিৎসকদের মধ্যে শুধু ঢাকা বিভাগে আক্রান্ত হয়েছেন ৩৪৩ জন। এর পরই সবচেয়ে বেশি ৫৪ জন আক্রান্ত হয়েছেন ময়মনসিংহ বিভাগে। এ ছাড়া খুলনা বিভাগে ২৫ জন, চট্টগ্রাম বিভাগে ১৪ জন, বরিশাল বিভাগে ১০ জন, রংপুর বিভাগে ৭ জন, সিলেট বিভাগে ৬ জন এবং অন্যান্য বিভাগে ১৬ জন চিকিৎসক আক্রান্ত হয়েছেন।
এ বিষয়ে বিডিএফের প্রধান সমন্বয়ক ডা. নিরূপম দাশ গণমাধ্যমকে জানান, দেশের এই সংকটময় পরিস্থিতিতে জীবনের ঝুঁকি নিয়ে প্রতিনিয়ত আক্রন্তদের স্বাস্থ্যসেবা দিয়ে যাচ্ছেন চিকিৎসক ও নার্সরা। এতে অনেক স্বাস্থ্যকর্মীও সংক্রমিত হচ্ছেন। তবে ভয়ের বিষয় হলো- আক্রান্তের সংখ্যা বাড়তে থাকলে চিকিৎসক সংকট দেখা দিতে পারে। ভেঙ্গে পড়তে পারে গোটা স্বাস্থ্য খাত।