
রাজধানীতে ওষুধ কিনতে গিয়ে ফার্মাসির সামনেই এক ব্যক্তির আকস্মিক মৃত্যু হয়েছে। বুধবার দুপুর পৌনে ২টার দিকে ভাটারা থানার নতুন বাজার এলাকার ১৬০ ফিট রাস্তার বিগ ফার্মা অ্যান্ড ডিপার্টমেন্টাল স্টোরের সামনে এই ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিকভাবে ওই ব্যক্তির নাম-পরিচয় জানা যায়নি।
বিষয়টি নিশ্চিত করে ভাটারা থানার উপ-পরিদর্শক (এসআই) এজাজুল ইসলাম বলেন, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসেছে। মৃত্যুর কারণ জানতে প্রাথমিক সুরতহাল করা হচ্ছে। এরপর ময়নাতদন্তের জন্য মৃতদেহটি ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠানো করা হবে।
প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে আরেক এসআই মিজানুর রহমান জানান, ওই ব্যক্তি ওষুধ কিনতে ফার্মাসিটিতে এসেছিলেন। কিন্তু ওষুধ নেওয়ার আগেই দোকানের কাউন্টারের সামনে ছটফট করতে করতে মারা যান।