দেশে ৩৭১ চিকিৎসক করোনা আক্রান্ত

মরণঘাতী করোনাভাইরাসে দেশে প্রতিদিনই বাড়ছে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা। আক্রান্তদের একটা বড় অংশ চিকিৎসক ও স্বাস্থ্যকর্মী। সর্বশেষ রোববার পর্যন্ত দেশে ৩৭১ জন চিকিৎসক আক্রান্ত হয়েছেন। এর মধ্যে ৮২ শতাংশের বেশি ঢাকা বিভাগের। অর্থাৎ আক্রান্তদের ৩০৫ জনই এ বিভাগের।

ফাউন্ডেশন ফর ডক্টরস সেফটি রাইটস অ্যান্ড রেসপনসিবিলিটিজ (এফডিএসআর) নামক একটি সংগঠনটি এ তথ্য তুলে ধরেছে। সংগঠনটি সারাদেশের চিকিৎসকদের করোনাভাইরাসে আক্রান্তদের তথ্য প্রকাশ করে আসছে।

ঢাকার বাইরে বরিশাল ৯ জন, চট্টগ্রামে ১৫, সিলেটে ৫, খুলনায় ১০, রংপুরে ৩ এবং ময়মনসিংহ বিভাগে ২৪ জন চিকিৎসক কোভিড-১৯ আক্রান্ত হয়েছেন বলে জানিয়েছে এফডিএসআর।

গত ৮ মার্চ বাংলাদেশে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। প্রথম মৃত্যুর ঘটনা ঘটে ১৮ মার্চ। আজ রোববার পর্যন্ত দেশে মোট ৫ হাজার ৪১৬ জন আক্রান্ত হয়েছেন। মারা গেছে ১৪৫ জন। আর চিকিৎসা নিয়ে সুস্থ হয়েছে ১২২ জন।

এ পর্যন্ত দেশে একজন চিকিৎসক কোভিড-১৯ আক্রান্ত হয়ে মারা গেছেন। ডা. মঈন উদ্দিন নামের ওই চিকিৎসক সিলেট এমএজি মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী অধ্যাপক ছিলেন।