
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি নেতারা প্রাণঘাতী করোনাভাইরাস (কোভিড-১৯) নিয়েও পুরোনো নালিশের রাজনীতি শুরু করেছেন। রোববার সকালে নিজের সরকারি বাসভবন থেকে অনলাইনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
সেতুমন্ত্রী বলেন, গোটা বিশ্বে মাহামারি আকারে ছড়িয়ে পড়েছে করোনাভাইরাস। প্রতিটি দেশ সংকটের মধ্য দিয়ে যাচ্ছে। কিন্তু বিএনপি নেতারা এই বৈশ্বিক দুর্যোগ নিয়েও পুরোনো নালিশের রাজনীতি শুরু করেছে।
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের উদ্দেশে ওবায়দুল কাদের বলেন, তিনি বলেছেন, সরকার করোনাভাইরাস নিয়ে নাকি তথ্য গোপন করছে। মির্জা ফখরুলের উচিত ছিল সরকার কী তথ্য গোপন করছে তা পরিষ্কারভাবে বলা।
করোনাভাইরাসের কারণে সৃষ্ট পরিস্থিতিকে বৈশ্বিক দুর্যোগ উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, এটি নিয়ে তথ্য লুকোচুরি করার কিছু নেই। বর্তমান আধুনিক বিশ্বে তথ্য লুকোচুরি করার কথা বলা হাস্যকর।
তিনি আরো বলেন, বর্তমান সংকট মোকাবেলায় এবং ভাইরাসের বিস্তার ঠেকাতে সরকার দিন-রাত পরিশ্রম করছে। সরকারের এ প্রচেষ্টাই বিএনপি নেতাদের গাত্রদাহের কারণ।
ওবায়দুল কাদের আরো বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা করোনাভাইরাসের কারণে সৃষ্ট এ সংকটময় পরিস্থিতির মধ্যেও সম্ভাবনা দেখতে পান। এ শক্তির উৎস উনার সাহস ও সততা। উনার নেতৃত্বে দেশের মানুষ এ দুর্যোগ মোকাবেলা করে যাচ্ছে।
বিএনপিকে এ দুর্যোগের সময় নেতিবাচক ও গুজব নির্ভর রাজনীতি পরিহার করে ইতিবাচক রাজনীতি করার আহ্বান জানান সেতুমন্ত্রী। পাশাপাশি এ দুর্যোগ মোকাবেলায় যারা নিজের জীবন বাজি রেখে সাহসিকতার সঙ্গে মাঠে কাজ করছেন তাদেরও ধন্যবাদ জানান তিনি।
মজুতদার ও মুনাফাখোরদের হুঁশিয়ারি দিয়ে তিনি জানান, রমজানে যারা অসাধু পন্থা অবলম্বন করে বাজার অস্থিতিশীল করার চেষ্টা করবে সরকার তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করবে।