এইচএসসি পরীক্ষা ঈদের পর

পরিস্থিতি যা, তাতে ঈদের আগে এইচএসসি (উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট) ও সমমানের পরীক্ষা শুরু করা ‘প্রায় অসম্ভব’। আজ ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ও আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় সাব-কমিটির সভাপতি অধ্যাপক মু. জিয়াউল হক বিষয়টা সম্পূর্ণ নিশ্চিত না করলেও তেমনটাই বলেছেন।

‘যেহেতু সরকার ঘোষিত সাধারণ ছুটি ২৫ এপ্রিল পর্যন্ত তাই আমরা ততদিন অপেক্ষা করবো, এরপর ঈদের পরের জন্য একটা খসড়া সূচি তৈরি করা হবে। করোনাভাইরাসের সংক্রমণে দেশের যে বিপর্যস্ত অবস্থা, তাতে ঈদের আগে পরীক্ষা নেওয়া সম্ভব নয়, সেটা তো প্রায় নিশ্চিত।’ বলেন অধ্যাপক মু. জিয়াউল হক।

চলতি বছরের ১ এপ্রিল এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হওয়ার কথা ছিল। করোনাভাইরাসের সংক্রমণ বাড়তে থাকায় অনির্দিষ্টকালের জন্য তা স্থগিত করার ঘোষণা দেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

অধ্যাপক মু. জিয়াউল হক আরো বলেন, ‘মোদ্দাকথা হল, পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত পরীক্ষা শুরু করা হবে না। তাই সময়ই সবকিছু বলে দেবে। এসএসসির ফল প্রকাশ নিয়েও একই কথা, সবকিছু স্বাভাবিক না হলে ফল প্রকাশও সম্ভব নয়।’