মিডফোর্ড হাসপাতালের ২৩ চিকিৎসকসহ ৪২ স্বাস্থ্যকর্মী করোনা আক্রান্ত

করোনাভাইরাসের মোকাবেলায় জীবনের ঝুঁকি নিয়ে সামনে থেকে লড়াই করে যাচ্ছেন চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীরা। ইতোমধ্যে দেশে প্রায় দুই শতাধিক চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মী ভাইরাসটিতে সংক্রমিত হয়েছেন।

এর মধ্যে শুধু রাজধানীর স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ মিটফোর্ড হাসপাতালের ২৩ চিকিৎসকসহ অন্তত ৪২ স্বাস্থ্যকর্মী কোভিড-১৯ পজেটিভ হয়েছেন। তথ্যটি নিশ্চিত করেছেন হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল কাজী মো. রশিদ উন নবী।

তিনি বলেন, এখন পর্যন্ত হাসপাতালটিতে ২৩ জন চিকিৎসক, ১০ জন নার্স এবং নয় জন স্বাস্থ্যকর্মী করোনাভাইরাসে সংক্রমিত হয়েছেন। মূলত করোনা আক্রান্ত রোগী তথ্য গোপন করাতেই এমনটা হয়েছে।

হাসপাতাল পরিচালক বলেন, গত বৃহস্পতি ও শুক্রবার করোনা পরীক্ষা করা হলে ২২ জনের কোভিড-১৯ পজিটিভ আসে। শনিবার ৬৯ জনকে পরীক্ষা করানো হয়েছিল। তবে তাদের সবার করোনা রেজাল্ট নেগেটিভ আসে।

গতকাল রোববার পরীক্ষা করলে আরো ১৩ চিকিৎসক ও সাত নার্সের করোনা পজেটিভ আসে। এ নিয়ে এখন পর্যন্ত সলিমুল্লাহ মেডিকেল কলেজ মিটফোর্ড হাসপাতালের ২৩ চিকিৎসকসহ অন্তত ৪২ স্বাস্থ্যকর্মী ভাইরাসটিতে সংক্রমিত হলেন, যোগ করেন তিনি।

এদিকে সারাদেশে এখন পর্যন্ত ১২৮ জন চিকিৎসক করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। তথ্যটি নিশ্চিত করেন বাংলাদেশ ডক্টরস ফাউন্ডেশনের (বিডিএফ) প্রধান সমন্বয়ক ডা. নিরূপম দাশ।

এ বিষয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, চিকিৎসকরা এভাবে আক্রান্ত হতে থাকলে স্বাস্থ্য খাত ভেঙে পড়তে পারে।

আক্রান্ত চিকিৎসকদের মধ্যে হাসপাতালে ভর্তি আছেন ৫৩ জন। মারা গেছেন এক জন। নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) আছেন এক জন। চিকিৎসার পর সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩ জন। বাকিরা আইসোলেশনে। এ ছাড়া আক্রান্তদের সংস্পর্শে আসা ৩০০ জন চিকিৎসক কোয়ারেন্টাইনে আছেন।

আক্রান্ত চিকিৎসকদের মধ্যে ৬০ ভাগই ঢাকার। এ ছাড়া নারায়ণগঞ্জে ১২, ময়মনসিংহে ৭ এবং গাজীপুরে ৬ জন আক্রান্ত হয়েছেন। বাকিরা দেশের অন্যান্য জেলার।