রূপগঞ্জের নির্বাহী ম্যাজিস্ট্রেট করোনায় আক্রান্ত

নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ উপজেলায় এক নির্বাহী ম্যাজিস্ট্রিট করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। বর্তমানে তিনি উপজেলা পরিষদের ডাক-বাংলোতে কোয়ারেন্টাইনে আছেন বলে জানা গেছে।

জানা গেছে, আক্রান্ত নির্বাহী ম্যাজিস্ট্রেটের নাম ফারজানা আক্তার। তিনি জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার। নারায়ণগঞ্জের বন্দর থানায় দায়িত্ব পালন করছিলেন তিনি। এক সপ্তাহ আগে ফারজানা আক্তার রূপগঞ্জ থানায় বদলি হয়ে আসেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মমতাজ বেগম এবং উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সাঈদ আল মামুন তার আক্রান্তের বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা গেছে, জেলা প্রশাসকের নির্দেশনা অনুযায়ী রূপগঞ্জে ভ্রাম্যমাণ আদালত পরিচালনাসহ উপজেলা চেয়ারম্যান, ইউএনও, সহকারী কমিশনার (ভূমি), উপজেলার কর্মকর্তা ও কর্মচারীদের সঙ্গে সমন্বয় করে মাঠে কাজ করছিলেন ওই নির্বাহী ম্যাজিস্ট্রেট। এর আগে বন্দর থানাতেও একই কাজ করেছেন।

এক সপ্তাহ আগে তার জ্বর, ঠাণ্ডা ও কাশি দেখা দেয়। এর পর তার নমুনা পরীক্ষার জন্য নারায়ণগঞ্জে পাঠানো হয়। এর পর গতকাল শনিবার তার আক্রান্ত বিষয়টি নিশ্চিত করা হয়। এর পর থেকে তিনি আইসোলেশনে আছেন।

অন্যদিকে, গত কয়েক দিনে তিনি যাদের সঙ্গে চলাফেরা করেছেন তাদেরও কোয়ারেন্টাইনে থাকার পরামর্শ দিয়েছে উপজেলা স্বাস্থ্য বিভাগ।

এর আগে কিশোরগঞ্জের ভৈরব উপজেলার সহকারী কমিশনার (ভূমি) হিমাদ্রী খীসার করোনায় আক্রান্তের খবর পাওয়া যায়। তাকেও গতকাল শনিবার আক্রান্ত হওয়ার বিষয়টি নিশ্চিত করা হয়।