
দেশে করোনাভাইরাসের প্রাদুর্ভাব কমাতে দেশব্যাপী চলছে সাধারণ ছুটি। এতে কর্মহীন হয়ে পড়েছেন অসংখ্য মানুষ। বিশেষ করে খেটে খাওয়া মানুষগুলো সবচেয়ে বেশি কষ্টে আছেন। তাদের ঘরে মারাত্মক খাদ্য সংকট দেখা দিয়েছে। এমতাবস্থায় এগিয়ে এসেছে বাংলাদেশ সেনাবাহিনী।
দেশের যেকোনো দুর্যোগেই তারা এগিয়ে আসেন। এবারও তার ব্যতয় হয়নি। রাতের আঁধারে নিম্ন মধ্যবিত্ত অসহায় মানুষের বাড়ি বাড়ি গিয়ে খাদ্য পৌঁছে দিচ্ছেন। বিশেষ করে যেসব মানুষ আত্মসম্মানের ভয়ে কারো কাছ থেকে সাহায্য নিতে চান না তাদের বাড়িতে।
সেই ধারাবাহিকতায় রোববার মধ্যরাতে শরীয়তপুরের ছয়টি উপজেলার বিভিন্ন গ্রামে বাড়ি বাড়ি গিয়ে খাদ্য সহায়তা পৌঁছে দিয়েছেন সেনারা। এর মধ্যে নড়িয়া, গোসাইরহাট, ভেদেরগঞ্জ ও ডামুড্যায় উপজেলায় ২৫টি, জাজিরা ১৫০ ও সদর উপজেলার ৫০ পরিবারকে এ খাদ্য সহায়তা দেয়া হয়।
প্রতি পরিবারের জন্য ছিল ১০ কেজি চাল, ৫ কেজি আলু, ২ কেজি পেঁয়াজ, ২ কেজি ডাল, ১ কেজি চিড়া, ১ কেজি তেল ও একটি করে সাবান। অনেকটা লোকচক্ষুর অগোচরে মধ্যরাতে এগুলো বাড়ি বাড়ি গিয়ে পৌঁছে দেয়া হয়।
এ বিষয়ে সেনাবাহিনীর কমান্ডিং অফিসার লে. কর্নেল সামি উদ দৌলা চৌধুরী বলেন, যে খাদ্য সহায়তা দেয়া হচ্ছে তা এই মানুষগুলোর প্রাপ্য। এটা কোনো সাহায্য নয়। এলাকার সাধারণ মানুষের কাছ থেকে তথ্য নিয়ে যারা প্রকৃত পাওয়ার যোগ্য তাদের এ সহায়তা দেয়া হচ্ছে।
সবচেয়ে বেশি কষ্টে আছে মধ্যবিত্ত ও নিম্নমধ্যবিত্ত পরিবারগুলো। তারা আত্মসম্মানের ভয়ে অন্যের কাছে কিছু বলতেও পারে না, আবার সহায়তাও নিতে চায় না। তাই তাদের জন্য এই উদ্যোগ, যোগ করেন এই সেনা কর্মকর্তা।