মালদ্বীপে ত্রাণসামগ্রী পাঠাচ্ছে বাংলাদেশ

করোনাভাইরাসের কারণে মালদ্বীপে সমস্যায় পড়া অভিবাসী বাংলাদেশি কর্মীদের জন্য ত্রাণসহায়তা পাঠাচ্ছে বাংলাদেশ। চালসহ অন্যান্য মিলিয়ে ৮৫ টন খাদ্যসামগ্রী পাঠানো হবে।

দুর্যোগ ব্যবস্থাপনা ত্রাণ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন এক কর্মকর্তা এই তথ্য জানিয়েছেন। এসব খাদ্য ছাড়াও কিছু জরুরি ওষুধসহ হ্যান্ড স্যানিটাইজার ও মাস্কও থাকবে।

দুর্যোগ ব্যবস্থাপনা ত্রাণ মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বলেন, মালদ্বীপে প্রায় ৬০ থেকে ৭০ হাজার অভিবাসী বাংলাদেশি কর্মী আছেন। করোনাভাইরাসের কারণে তাঁরা মানবেতর পরিস্থিতির মুখে পড়েছেন। এই কষ্ট লাগবেই ত্রাণসামগ্রী পাঠানো হচ্ছে। ত্রাণের মধ্যে রয়েছে ৪০ টন চাল, ১০ টন আলু, ১০ টন মিষ্টিআলু, ১০ টন মসুর ডাল, পাঁচ টন পেঁয়াজ, পাঁচ টন ডিম এবং পাঁচ টন সবজি।
দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালককে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে। এতে বলা হয়, চট্টগ্রাম জেলা প্রশাসকের মাধ্যমে এসব ত্রাণ কিনে নৌবাহিনীর কাছে হস্তান্তর করা হবে।
জানতে চাইলে দুর্যোগ ব্যবস্থাপনা ত্রাণ মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব মো. শাহ্ কামাল প্রথম আলোকে বলেন, ত্রাণসামগ্রী তৈরি করা হচ্ছে। এক-দুদিনের মধ্যেই তা তৈরি হয়ে যাবে। এরপর নৌবাহিনীর জাহাজে করে তা মালদ্বীপে যাবে।