করোনায় প্রাণ হারালেন ট্রাম্পের বন্ধু স্ট্যানলি চেরা

মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের বন্ধু স্ট্যানলি চেরা মরণঘাতী নভেল করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন। গতকাল রোববার নিউইয়র্কের একটি হাসপাতালে তার মৃত্যু হয়। নিউইয়র্কের বাসিন্দা ৭৮ বছর বয়সী স্ট্যানলি ক্ষমতাসীন রিপাবলিকান দলের অন্যতম অর্থদাতা ছিলেন।

জানা যায়, ২০১৬ সাল থেকে ২০১৯ পর্যন্ত স্ট্যানলি চেরা প্রেসিডেন্ট ট্রাম্প ও তার সমর্থিত রিপাবলিকান দলকে মোট ৪ লাখ ২ হাজার ৮০০ ডলার অনুদান দিয়েছেন। ট্রাম্পের জামাতা জারেদ কুশনারের সঙ্গে তার বাণিজ্যিক সম্পর্ক ছিল। গত বছর নিউইয়র্কে ভেটারান’স ডে’তে আয়োজিত এক অনুষ্ঠানে ডোনাল্ড ট্রাম্পকে নিজের বন্ধু হিসেবে আখ্যা দেন চেরা।

ডোনাল্ড ট্রাম্পও বন্ধু হিসেবে আখ্যা দিয়েছেন চেরাকে। মিশিগানের এক সমাবেশে ট্রাম্প বলেছিলেন, আমার বন্ধু চেরা বিশ্বের সবচেয়ে বড় নির্মাতা ও রিয়েল এস্টেট ব্যক্তিত্ব। সে সত্যিই অসাধারণ মানুষ। সে দীর্ঘদিন ধরে আমার পাশে আছে।

সিএনএন জানায়, গত ২৪ মার্চ প্রাণঘাতী ভাইরাসটিতে আক্রান্ত হলে চেরাকে হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালে ভর্তির পর ট্রাম্প বলেছেন, আমার বন্ধু হাসপাতালে করোনাভাইরাসের সঙ্গে যুদ্ধ করছেন।

স্ট্যানলি চেরার মৃত্যুতে এখন পর্যন্ত মার্কিন প্রেসিডেন্ট ও তার দফতর হতে কোনো বক্তব্য আসেনি। তার পরিবার থেকেও মৃত্যু নিয়ে জনসম্মুখে কোনো মন্তব্য পাওয়া যায়নি বলে জানিয়েছে সিএনএন।