রামপুরায় বিদ্যুৎ উপকেন্দ্রে আগুন

রাজধানীর রামপুরায় একটি বিদ্যুৎ উপকেন্দ্রে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার বিকেল পৌনে ৪টার দিকে উলনে পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ লিমিটেডের (পিজিসিবি) বিদ্যুৎ উপকেন্দ্রে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট ইতোমধ্যে আগুন নিয়ন্ত্রণে এনেছে।

তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে জানা যায়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ট্রান্সমিটার বিস্ফোরণ থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হতে পারে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানরি (ডিপিডিসি) নির্বাহী পরিচালক হারুন অর রশিদ গণমাধ্যমকে জানান, বিদ্যুৎ উপকেন্দ্রটিতে আগুন লাগার কারণে রাজধানীর রামপুরা, বাসাবো, ধানমণ্ডি, কাটাবনসহ বেশ কিছু এলাকায় বিদ্যুৎ সরবরাহ বিঘ্নিত হচ্ছে। দ্রুত এ সমস্যার সমাধান করার চেষ্টা চালানো হচ্ছে।

এ ঘটনায় রাজধানীর রামপুরা, হাতিরঝিল এলাকায় বেশ কয়েকটি ট্রান্সফরমার বিস্ফোরিত হয়। বিদ্যুতের লাইন ছিড়ে পড়ে থাকতে দেখা যায়।