ব্রাহ্মণবাড়িয়ায় নকল হ্যান্ডওয়াশ তৈরি কারখানা

ব্রাহ্মণবাড়িয়ায় নকল হ্যান্ডওয়াশ তৈরি ও বিক্রির দায়ে এক প্রতিষ্ঠানকে সিলগালাসহ ১ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। আজ শুক্রবার বেলা তিনটার দিকে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পঙ্কজ বড়ুয়া এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

আদালত সূত্রে জানা গেছে, সদর উপজেলার নাটাই (দ.) ইউনিয়নের কালিসীমা এলাকায় কে এম বি আর অ্যান্ড কোম্পানী নামের একটি কারখানায় নকল হ্যান্ডওয়াশ তৈরি ও বিক্রি করা হচ্ছে বলে বিভিন্ন মাধ্যমে জানতে পারে উপজেলা প্রশাসন। এর ভিত্তিতে আজ বেলা তিনটার দিকে কালিসীমা গ্রামে ওই কারখানায় অভিযান চালান সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট পঙ্কজ বড়ুয়া। সেখানে নকল হ্যান্ড ওয়াশ তৈরি এবং বিক্রির প্রমাণ পেয়ে ওই প্রতিষ্ঠানকে সিলগালাসহ মালিককে এক লাখ টাকা জরিমানা করা হয়। এ সময় তৈরিকৃত হ্যান্ডওয়াশ ও হ্যান্ডওয়াশ তৈরির উপকরণ জব্দ করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সময় জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রশান্ত্য বৈদ্য, বাজার পরিদর্শক নাজমুল হকসহ সদর থানার পুলিশ উপস্থিত ছিলেন।
পঙ্কজ বড়ুয়া বলেন, ‘নকল হ্যান্ডওয়াশ তৈরির ওই কারখানার অবস্থা খুবই ভয়াবহ ছিল। ভেতরে নকল হ্যান্ডওয়াশ তৈরির সরঞ্জামের কারণে আমাদের সবার মুখ লাল হয়ে গিয়েছিল।’