ইয়েমেনে সৌদি জোটের যুদ্ধবিরতি ঘোষণা

অবশেষে ৫ বছর ধরে চলা যুদ্ধের বিরতি ঘোষণা হলো। ইয়েমেনে ইরান সমর্থিত হুথি বিদ্রোহীদের বিরুদ্ধে দুই সপ্তাহের জন্য লড়াই থামানোর ঘোষণা দিয়েছে সৌদি নেতৃত্বধীন জোট। আজ বৃহস্পতিবার থেকে এই যুদ্ধবিরতি কার্যকর হবে বলে জানানো হয়েছে। কিছুদিন আগে ২০১৫ সালের মার্চে শুরু হওয়া এই যুদ্ধ বন্ধের আহ্বান জানিয়েছিলেন জাতিসংঘ মহাসচিব।

এর আগেও একাধিকবার ইয়েমেনে যুদ্ধবিরতির উদ্যোগ নেওয়া হয়েছিল, কিন্তু সফলতা আসলো এই প্রথম।

সব ধরনের বিমান, নৌ ও স্থল হামলা স্থগিত করার ঘোষণা দিয়ে গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে সৌদি জোট জানায়, ইয়ামেনি জনগনের দুর্দশা লাঘব ও করোনাভাইরাস প্রতিরোধকে আরো গতিশীল করতে আমরা দুই সপ্তাহের জন্য এই যুদ্ধবিরতি ঘোষণা করছি। এটা শুরু হবে বৃহস্পতিবার থেকে।

শুধু আহ্বানই নয়, যুদ্ধ বিরতির জন্য জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস এক বিশেষ প্রতিনিধি নিয়োগ দেন। মার্টিন গ্রিফিথ মানের ওই প্রতিনিধির অন্তত ১ মাসের দৌড়ঝাঁপের পর এই ঘোষণা আসলো। এই সময়ে সাময়িক এই বিরতিকে স্থায়ী করার জন্য নিজের সর্বোচ্চ চেষ্টা করার ঘোষণা দিয়েছেন গ্রিফিথ।

২০১৫ সালে ইয়েমেনের প্রেসিডেন্ট মনসুর হাদিকে উচ্ছেদ করে রাজধানী সানা দখলে নেয় ইরানের মদদপুষ্ট হুথিরা। কিছুদিন পরই যুক্তরাষ্ট্রের সহায়তায় ইয়েমেনে ‘অপারেশন ডিসাইসিভ স্টর্ম’ নামক অভিযান শুরু করে সৌদি আরব।