ব্যাংক লেনদেনের সময়ে আবারও পরিবর্তন

করোনাভাইরাসের কারণে ব্যাংক লেনদেনের সময়সূচিতে ফের পরিবর্তন আনা হয়েছে। নতুন সূচি অনুযায়ী, গ্রাহকরা সকাল ১০টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত লেনদেন করতে পারবেন। তবে ব্যাংক খোলা থাকবে দুপুর ২টা পর্যন্ত। এ সূচি আগামী ১২ এপ্রিল থেকে কার্যকর হবে।

আজ বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব অফ-সাইট সুপারভিশন থেকে এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করা হয়েছে। যা ইতোমধ্যে দেশের সব তফসিলি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহীদের কাছে পাঠানো হয়েছে।

সার্কুলারে বলা হয়, করোনার সংক্রমণ রোধে সরকার ও স্থানীয় প্রশাসন যেসব এলাকা লকডাউন করবে ওই এলাকায় সব ব্যাংকের সব শাখা বন্ধ থাকবে। আর যেগুলো খোলা থাকবে সেখানে গ্রাহকরা সকাল ১০টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত লেনদেন করতে পারবেন।

এর আগে গত ২ এপ্রিল ব্যাংক লেনদেনের সময়সূচিতে পরিবর্তন আনে কেন্দ্রীয় ব্যাংক। ওই নির্দেশনা অনুযায়ী, দেশব্যাপী সাধারণ ছুটি চলাকালীন সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত গ্রাহক লেনদেন করার কথা। আর বিকেল ৩টা পর্যন্ত ব্যাংক খোলা থাকার কথা বলা হয়।

জানা যায়, সম্প্রতি মার্কেন্টাইল ও অগ্রণী ব্যাংকের দুই কর্মকর্তার দেহে করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়ে। তাই অন্যান্য কর্মকর্তাদের স্বাস্থ্য সুরক্ষার কথা বিবেচনা করে ব্যাংক লেনদেনের সময়সীমা আরো কমানো হয়েছে।