
সাভারে নিজস্ব ল্যাবে করোনাভাইরাস শনাক্তের কিট তৈরি শুরু করেছে গণস্বাস্থ্য কেন্দ্র। আগামী শনিবার ধানমণ্ডিস্থ গণস্বাস্থ্য কেন্দ্রে সরকারের কাছে আনুষ্ঠানিকভাবে এ কিট তুলে দেওয়া হবে। আজ বুধবার এ তথ্য নিশ্চির করেন সংস্থার ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী।
তিনি বলেন, গণস্বাস্থ্যের তৈরিকৃত কিটে ইতোমধ্যে করোনাভাইরাসে আক্রান্তদের রক্ত পরীক্ষা করা হয়েছে। ফলাফল ভালোই পেয়েছি আমরা। সরকারের কাছে আগামী শনিবার সকাল ১১টায় আনুষ্ঠানিকভাবে এ কিট তুলে দেওয়া হবে। এ উপলক্ষ্যে ধানমণ্ডির গণস্বাস্থ্য কেন্দ্রে একটি অনুষ্ঠান হবে। সেখানে উপস্থিত থাকবেন স্বাস্থ্য মন্ত্রণালয়সহ বিভিন্ন সংস্থা, বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও ঢাকাস্থ আন্তর্জাতিক বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধান। বিভিন্ন দেশের রাষ্ট্রদূতদেরও আমন্ত্রণ জানানো হবে।
আরো বলেন, গত রোববার করোনাভাইরাস আক্রান্ত রোগীর শনাক্তকরণের জন্য কিট তৈরির সরঞ্জাম বাংলাদেশে এসেছে। তা পাওয়ার পরই আমরা কিট তৈরির কার্যক্রম হাতে নিয়েছি। ধারণা করা হচ্ছে, আমরা প্রথম দিকে ১০ হাজার কিট তৈরি করতে সক্ষম হবো।
গণস্বাস্থ্য কেন্দ্রের গণসংযোগ কর্মকর্তা মো. ফরহাদ দেশ বলেন, কিট হস্তান্তর অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য অতিথিদের ইতোমধ্যে চিঠি দেওয়া হয়েছে। সরকারের পাশাপাশি দেশের ১১টি প্রতিষ্ঠানকে এ কিট সরবরাহ করা হবে।