করোনায় মারা গেলেন হলিউড অভিনেতা জ্যাক

প্রাণঘাতী করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে মারা গেছেন স্টার ওয়ারসের অভিনেতা অ্যানড্রিউ জ্যাক। মঙ্গলবার ইংল্যান্ডের সুরের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। ৭৬ বছর বয়সী এ অভিনেতা অভিনয়ের পাশাপাশি সিনেমার ভাষা প্রশিক্ষকও ছিলেন।

জ্যাকের মৃত্যুর খবর নিশ্চিত করে তার এজেন্ট জিল ম্যাককুলাফ জানান, প্রাণঘাতী করোনাভাইরাসের কোনো উপসর্গ জ্যাকের মধ্যে ছিল না। অসুস্থতা নিয়ে হাসপাতালে ভর্তি হলে মৃত্যুর দুই দিন আগে তার শরীরে করোনাভাইরাসের উপস্থিতি ধরা পড়ে। মৃত্যুর সময় তিনি কোনো যন্ত্রণা অনুভব করেননি। ঘুমের মধ্যেই পরপারে চলে গেলেন।

তিনি আরো জানান, জ্যাক টেমস নদীতে একা একটি পুরোনো হাউসবোটে বাস করতেন। তিনি স্বাধীনভাবে বেঁচে থাকায় বিশ্বাস করতেন। তবে তিনি তার স্ত্রীকেও খুব ভালোবাসতেন। তার স্ত্রীও পেশায় একজন ভাষা প্রশিক্ষক। বর্তমানে তিনি কোভিড-১৯ ভাইরাসে আক্রান্ত হয়ে অস্ট্রেলিয়ায় কোয়ারেন্টাইনে আছেন।

জ্যাক স্টার ওয়ারস ফিল্ম ফ্র্যাঞ্চাইজের তিনটি চলচ্চিত্রে অভিনয় করেছেন। এ ছাড়া ‘থর’ অভিনেতা ক্রিস হেমসওয়ার্থ ও ‘আয়রন ম্যান’ খ্যাত রবার্ট ডাউনি জুনিয়রের ভাষা প্রশিক্ষক হিসেবেও কাজ করেছেন। তার মৃত্যুতে হলিউডে শোকের ছায়া নেমে এসেছে।