
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, দেশের জনগণকে আগামী দুই সপ্তাহ কঠিন পরিস্থিতি মোকাবেলা করতে হবে। মঙ্গলবার হোয়াইট হাউসে করোনাভাইরাস পরিস্থিতি নিয়ে নিয়মিত সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি। সূত্র: নিউজ, দ্য গার্ডিয়ান
প্রসঙ্গত, হোয়াইট হাউস যখন মনে করছে, বর্তমানে গৃহীত পদক্ষেপ অব্যাহত থাকলেও দেশটিতে এক লাখ থেকে ২ লাখ ২৪ হাজার লোকের প্রাণহানি ঘটতে পারে, তখন দেশবাসীর উদ্দেশে এ ধরনের সতর্কতা উচ্চারণ করলেন ট্রাম্প।
ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্রে মৃতের সংখ্যা ক্রমশ বেড়ে চলেছে। গত ২৪ ঘণ্টায় রেকর্ড ৮৬৫ জনের মৃত্যু হয়েছে। আমার আশঙ্কা, আগামী দুই সপ্তাহে এ সংখ্যা আরো বৃদ্ধি পাবে। দেশের জনগণকে খুব বেদনাদায়ক সময় পার করতে হবে।
এর আগে হোয়াইট হাউসের করোনাভাইরাস বিষয়ক টাস্ক ফোর্সের সমন্বয়ক ডক্টর দেবোরাহ ব্রিক্স বলেন, আমরা যে মডেল প্রস্তুত করেছি তাতে দেখা যায়, ‘যথাযথ পদক্ষেপ’ নেওয়া হলেও যুক্তরাষ্ট্রে এক থেকে দুই লাখ ৪০ হাজার মানুষের মৃত্যু হতে পারে। আর যদি ব্যবস্থা নেওয়া না হয়, তাহলে ১৫ থেকে ২২ লাখ পর্যন্ত লোক মারা যেতে পারে।
জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসও বিশ্ব পরিস্থিতির ভয়াবহতা তুলে ধরেছেন। তিনি পরিস্থিতিকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের থেকেও খারাপ উল্লখে করে বলেন, এই করোনাভাইরাসের প্রভাব হবে সুদূরপ্রসারী। আমাদের এই সংগঠন গঠিত হওয়ার পর করোনাভাইরাসের চেয়ে বড় কোনো সংকটের মুখোমুখি হয়নি বিশ্ব।
ভাইরাসটির কারণে সবচেয়ে বেশি সংক্রমিত হয়েছে যুক্তরাষ্ট্রের মানুষ। দেশটিতে এখন পর্যন্ত এক লাখ ৮৮ হাজার ৫৯২ জনের দেহে করোনার অস্তিত্ব পাওয়া গেছে। মৃত্যু হয়েছে ৪ হাজার ৫৬ জনের।
বিশ্বব্যাপী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে ৮ লাখ ৭১ হাজার ৯৮৫ জন। মারা গেছে ৪৩ হাজার ২৬১ জন। এখন পর্যন্ত সুস্থ হয়েছে এক লাখ ৮৪ হাজার ৪৮২ জন।