
দেশে করোনা ভাইরাসের কারনে এক জরুরি অবস্থার সৃষ্টি হয়েছে। করোনা পরিস্থিতি মোকাবিলায় কারাগারে স্থান সংকুলান না হওয়ায় দেশের প্রায় ৩ হাজার সাধারণ কয়েদিকে মুক্তির প্রস্তাব দিয়েছে কারা অধিদপ্তর।
করোনাভাইরাসের সংক্রমণ রোধ করতে ৩ হাজার কারাবন্দিকে জামিন দেয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এর মধ্যে যারা ছোটখাটো অপরাধ ও জামিনযোগ্য ধারায় বিচারাধীন তাদের অগ্রাধিকার দেয়া হবে। পাশাপাশি যারা অন্তত ২০ বছর কারাভোগ করেছেন এবং রাষ্ট্রীয় ক্ষমার যোগ্য তাদের জামিন দেয়া হবে।
বিষয়টি নিশ্চিত করে ঢাকা কেন্দ্রীয় কারাগারের জেলার মাহবুবুল ইসলাম বলেন, ইতোমধ্যে কারা কর্তৃপক্ষ কারাবন্দিদের এ তালিকা তৈরি করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠিয়েছে। করোনার প্রাদুর্ভাব থেকে কারাগার সংরক্ষিত রাখতে দেশের বিভিন্ন কারাগার থেকে এসব হাজতিকে ছেড়ে দেয়া হবে।
এ ব্যাপারে অতিরিক্ত কারা মহাপরিদর্শক ও পাবলিক হেলথ বিশেষজ্ঞ কর্নেল আবরার হোসেন বলেন, সরকারের বিশেষ নির্দেশে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা বিভাগ কারা অধিদপ্তরকে এসব বন্দির তালিকা তৈরি করে পাঠাতে নির্দেশ দিয়েছে। জামিনযোগ্য ছোটখাটো অপরাধে কারাগারে থাকা ৩ হাজারের বেশি হাজতির নাম প্রস্তাব আকারে মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।
তিনি বলেন, জামিনের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমোদন পেলে ওই প্রস্তাব আইন মন্ত্রণালয়ে যাবে। সেখানে অনুমোদন পেলে তা পাঠানো হবে আদালতে। এরপর তাদের জামিন দেয়া যায় কিনা সে ব্যাপারে সিদ্ধান্ত নেবেন বিচারক। মুক্তির পুরো প্রক্রিয়াটি বিচারকের হাতে।
জানা যায়, পুরো দেশে বর্তমানে ৬৮টি কারাগার রয়েছে। এতে বন্দি ধারণ ক্ষমতা রয়েছে ৪১ হাজার ৩১৪ জনের। কিন্তু এ কারাগারগুলোতে বর্তমানে বন্দি আছেন ৮৯ হাজারের বেশি। সংখ্যাটা দিনকে দিন আরো বাড়ছে। তাই প্রাথমিকভাবে ৩ হাজার ১০০ এর মতো বন্দিকে জামিন দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে।
পাশাপাশি বিভিন্ন মেয়াদে সাজাপ্রাপ্ত যেসব বন্দি ইতোমধ্যে ২০ বছর কারাভোগ করেছেন এবং এই সময়ের মধ্যে কোনো অন্যায় আচরণ করেননি তাদেরও জামিনের ক্ষেত্রে বিবেচনা করা হবে।
আজ বুধবার (১ এপ্রিল) স্বরাষ্ট্রমন্ত্রণালয়ে অধিদপ্তরের পক্ষ থেকে এ মুক্তির প্রস্তাবনা দেয়া হয়। এ মহামারীর কারণে এরইমধ্যে বিশ্বের বিভিন্ন দেশে হাজারো কারাবন্দীকে মুক্তি দিয়েছে।
করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে দেশে এখন পর্যন্ত ছয়জন মারা গেছেন। এছাড়া এ ভাইরাস শনাক্ত হয়েছে মোট ৫৪ জনের শরীরে।
বিশ্বে এখন পর্যন্ত ৮ লাখ ৫৮ হাজার ৬৬৯ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। এতে আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছেন ৪২ হাজার ১৫১ জন। আক্রান্তদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১ লাখ ৭৮ হাজার ৯৯ জন।