
দেশে করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্তের সংখ্যা তিন হাজার ছাড়াল। গত ২৪ ঘণ্টায় ৯ জন করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন। একই সময় দেশে করোনায় আক্রান্ত ব্যক্তি শনাক্ত হয়েছেন ৪৩৪ জন। অর্থাৎ গত ২৪ ঘণ্টায় আগের দিনের তুলনায় মৃত্যু ও আক্রান্ত ব্যক্তি শনাক্তের সংখ্যা কমেছে।
গতকাল সোমবার ১০ জনের মৃত্যু হয়। আর করোনা শনাক্ত হয় ৪৯২ জনের। এ নিয়ে দেশে করোনায় আক্রান্ত হয়ে মোট মারা গেলেন ১১০ জন। আর মোট শনাক্তের সংখ্যা ৩ হাজার ৩৮২ জন। ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ২ জন। এ নিয়ে মোট সুস্থ হলেন ৮৭ জন।
করোনা পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে এসব তথ্য জানানো হয়। ব্রিফিংয়ে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ২ হাজার ৯৭৪টি নমুনা পরীক্ষা করা হয়। গতকাল ২ হাজার ৭৭৯টি নমুনা পরীক্ষা করা হয়েছিল।
গত ৮ মার্চ দেশে প্রথম করোনায় আক্রান্ত ব্যক্তি শনাক্তের ঘোষণা আসে। আর ১৮ মার্চ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম মৃত্যুর ঘটনা ঘটে।
সারা দেশে লকডাউন ঘোষণা করা না হলেও দেশের বিভিন্ন জেলা, এলাকাকে লকডডাউন করা হয়েছে। এছাড়া জনসাধারণের চলাচল সীমিত করা হয়েছে সকল জায়গায়। এটি নিশ্চিতে কাজ করে যাচ্ছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। কিছুক্ষেত্রে এ ব্যত্যয় ঘটলে জরিমানা ও শাস্তি দেয়া হচ্ছে আদেশ অমান্যকারীদের।
লকডাউনের কারণে আর্থিক সংকটের মুখে থাকা সাধারণকে ত্রাণ সহায়তা দেয়ার কার্যক্রমও চালাচ্ছে সরকার। এই প্রক্রিয়াকে আরও বেশি স্বচ্ছ করতে সোমবার (২০ এপ্রিল) দেশের ৬৪টি জেলার ত্রাণ কার্যক্রম তদারকির জন্য ৬৪ জন সচিবকে দায়িত্ব দিয়েছে সরকার।
প্রসঙ্গত, বিশ্বব্যাপী করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা এখন ২৫ লাখ ছুঁইছুঁই। এছাড়া মৃত্যু প্রায় পৌনে দুই লাখ।
গত ২৪ ঘণ্টায় | মোট | |
শনাক্ত | ৪৪৩ | ৩৩৮২ |
মৃ্ত্যু | ৯ | ১১০ |
সুস্থ | ২ | ৮৭ |
পরীক্ষা | ২৯৭৪ | ২৯,৪৮০ |