
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সারাদেশে বিশেষ অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলা হচ্ছে, যেখানে ১ কোটিরও বেশি মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা হবে। বিনিয়োগকারীদের ওইসব অঞ্চলে শিল্প-কারখানা গড়ে তোলার আহ্বান জানিয়েছি। এছাড়া দেশের বিভিন্ন স্থানে কর্মজীবী মহিলাদের জন্য হোস্টেল নির্মাণ করা হচ্ছে, যাতে তারা সহজেই উপার্জন করতে পারে।
মহান মে দিবস উপলক্ষে দেওয়া বাণীতে আজ (১ মে) এসব কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি আরও জানিয়েছেন, আজকের এই দিনে বাংলাদেশসহ সকল মেহনতি মানুষকে আমি শুভেচ্ছো জানাতে চাই। তারা উৎপাদনের সঙ্গে জড়িত বলেই আমরা ভোগ করতে পারছি।
ইতিহাস বলছে, ১৮৮৬ সালের ১ মে দৈনিক ১২ ঘণ্টার পরিবর্তে ৮ ঘণ্টা কাজের দাবিতে যুক্তরাষ্ট্রের শিকাগোতে শ্রমিকরা ফুঁসে উঠেন। হে মার্কেটের কাছে তাদের বিক্ষোভে পুলিশ গুলিবর্ষণ করলে ১০ জন শ্রমিক নিহত হন। উত্তাল সেই আন্দোলনের মুখে কর্তৃপক্ষ শ্রমিকদের দাবি মেনে দিতে বাধ্য হয় এবং সেই থেকে বিশ্বব্যাপী দৈনিক ৮ ঘণ্টা কাজের সময় চালু করা হয়।
১৮৮৯ সালের ১৪ জুলাইয়ে প্যারিসে অনুষ্ঠিত আন্তর্জাতিক শ্রমিক সমাবেশে ১ মে’কে আন্তর্জাতিক শ্রমিক সংহতি দিবস হিসেবে ঘোষণা করা হয়। পরের বছর থেকে বিশ্বব্যাপী এ দিনটি পালিত হচ্ছে। দিনটি মহান মে দিবস হিসেবেই বেশি পরিচিত।