শুধু ঢাকাতেই করোনা রোগীর সংখ্যা ২ হাজার ছাড়িয়ে

মহামারি করোনাভাইরাসের কারণে সবচেয়ে বেশি ঝুঁকিতে রাজধানী ঢাকা। পুরো দেশে এখন পর্যন্ত যত কোভিড-১৯ রোগী শনাক্ত হয়েছে, তার অর্ধেকই ঢাকার। ইতোমধ্যে ঢাকায় সংখ্যাটা ২ হাজার ছাড়িয়ে গেছে। প্রতিদিনই এই সংখ্যাটা ক্রমশ বাড়ছে। ভাইরাসটিতে আক্রান্ত হয়ে মারা যাওয়াদের অধিকাংশই রাজধানীর।

আজ শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের জাতীয় রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) সূত্রমতে এ তথ্য জানা গেছে। সর্বশেষ তথ্যমতে ঢাকায় এখন পর্যন্ত ২ হাজার ১২৪ জনের শরীরে কোভিড-১৯ রোগ শনাক্ত করা হয়েছে। আর পুরো দেশে এই সংখ্যাটা ৪ হাজার ৬৮৯ জন। গত একদিনে নতুন করে যে চারজন রোগী মারা গেছেন, তারা সবাই ঢাকার।

ঢাকার মধ্যে সবচেয়ে বেশি রোগী শনাক্ত হয়েছে মিরপুরে। সংখ্যাটা এখন পর্যন্ত ৭৯ জন। এরপরেই রয়েছে রাজারবাগ। সেখানে ৭০ জন করোনা রোগী শনাক্ত করা হয়েছে। মোহাম্মদপুরে ৪৪, যাত্রাবাড়ীতে ৩৯, লালবাগে ৩৯, চকবাজারে ৩২, বংশালে ৩৪, ওয়ারীতে ৩০, মিটফোর্ডে ২৮, ধানমণ্ডিতে ২৬, উত্তরায় ২৫ ও তেজগাঁওয়ে ২৪ জন।

এ ছাড়া গেণ্ডারিয়া ২২, শাঁখারীবাজার ২০, বাসাবো ১৯, গুলশান ১৯, টোলারবাগ ১৯, হাজারীবাগ ১৮, মহাখালী ২১, আজিমপুর ১৬, মগবাজার ১৮, সুত্রাপুর ১৩, শাহবাগ ১৬, বাবু বাজার ১১, গ্রিন রোড ১১, শান্তিনগর ১২, বাড্ডা ৯, জুরাইন ১৪, নারিন্দা ৯, ইস্কাটন ৮, বনানী ৮, মুগদা ৮, চানখারপুল ৮, টিকাটুলি ১০, কোতয়ালী ৭, শ্যামলী ৯, নয়াবাজার ৭, বসুন্ধরা ৬, গোপীভাগ ৬, নাখালপাড়া ৬, ডেমরা ৬, আদাবর ৬, জিগাতলায় ৬ জন।

লক্ষ্মীবাজার ৫, রামপুরা ৫, আগারগাঁও ৫, খিলগাঁও ৫, রমনা ৫, শাহজানপুর ৫, কাজীপাড়া ৬, গুলিস্তান ৬, মালিবাগ ৭, কামরাঙ্গীচর ৫, সিদ্ধেশরী ৪, সবুজবাগ ৪, শেওড়াপাড়া ৪, নবাবগঞ্জ ৪, নিমতলী ৪, কলাবাগান ৪, সোয়ারীঘাট ৩, বেইলি রোড ৩, হাতিরপুল ৩, শনির আখড়া ৪, মাতুআইল ৩, কারওয়ান বাজার ৪, গোড়ান ৩, সদরঘাট ৩, ইসলামপুর ২, পুরানা পল্টন ২, শাহ আলীবাগ ২, পীরেরবাগ ২, দয়াগঞ্জ ২, ধোলাইখালে ২ জন।

কদমতলী ২, সায়দাবাদ ২, ফার্মগেট ২, জেলগেট ২, রায়েরবাজার ২, কল্যাণপুর ২, ক্যান্টনমেন্ট ২, এলিফ্যান্ট রোড ২, মানিকনগর ২, গণকটুলি ৩, তাঁতীবাজার ২, ইব্রাহিমপুর ২, কাকড়াইল ২, পোস্তগোলা ৩, বসিলা ১, সেন্ট্রাল রোড ১, বুয়েট এলাকা ১, উর্দু রোড ১, নিকুঞ্জ ১, আশকোনা ১, হাতিরঝিল ১, মানিকতলী ১, বেরিবাঁধ ১, বেগুনবাড়ি ১, ঢাকেশ্বরী ১, নবাবপুর ১, আরমানিটোলা ১, বানিয়ানবাগ ১, কুড়িল ১, মতিঝিলে ১ জন।

এ ছাড়া শান্তিবাগ ১, শ্যামপুর ১, ভাটারা ১, রায়েরবাগ ১, বেগমবাজার ১, বকশীবাজার ১, তেজতুরী বাজার ১, ফরিদাবাগ ১, কচুক্ষেত ১, সায়েন্সল্যাব ১, শেখেরটেক ১, খিলক্ষেত ১, কলতা বাজার ১, মালিটোলা ১, মোহনপুর ১, বাংলামোটর ১, কাঁঠালবাগান ১, গোলার টেক ১, আমিনবাজার ১, আমলাপাড়া ১, বনশ্রী ১, কমলাপুর ১, সেগনিবাগিচা ১, তুরাগ ১, ফকিরাপুল ১, মাদারটেক ১, নাজিরাবাজার ৭ ও নীলক্ষেতে ১ জন আক্রান্ত হয়েছেন।