রাতের আঁধারে প্রেসক্লাবের সামনে শিক্ষকদের ‘লাঠিপেটা’

বেতন-ভাতাসহ বিভিন্ন দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে দীর্ঘ দিন ধরেই অবস্থান কর্মসূচি পালন করে আসছিলেন অসংখ্য শিক্ষক ও পোশাক শ্রমিক। রাতের আঁধারে ‘লাঠিপেটা’ করে তাদের সরিয়ে দেয়ার অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধে।

জানা গেছে, আজ সোমবার ভোর পৌনে ৫টার দিকে বিপুল সংখ্যক পুলিশ সদস্য ঘুমন্ত অবস্থায় তাদের ওপর ‘লাঠিচার্জ’ শুরু করে। আতর্কিত এই হামলায় কয়েক মিনিটের মধ্যেই ছত্রভঙ্গ হয়ে পড়েন আন্দোলনকারীরা।

লাঠিচার্জের আঘাতে ছত্রভঙ্গ হয়ে পড়া আন্দোলনকারী শিক্ষক ও পোশাক শ্রমিকরা প্রেসক্লাবের ফুটপাত থেকে সরে গিয়ে তোপখানা রোডের গলিতে বিক্ষিপ্তভাবে জড়ো হয়েছেন।

সেখানে কান্নারত ভুক্তভোগীরা নিজেদেরকে সরকারবিরোধী নন দাবি করে বলেন, শান্তিপূর্ণভাবে অবস্থান কর্মসূচি পালন করা হচ্ছিল। চাকরি করেও বেতন-ভাতা পাচ্ছেন না। তাই সরকারের কাছে দুই বেলা খাওয়ার মতো বেতনের দাবিতে এই কর্মসূচি। কিন্তু পুলিশ বাহিনী দিয়ে সবাইকে লাঠিচার্জ করে তাড়িয়ে দেয়া হলো।

প্রসঙ্গত, দীর্ঘদিন ধরেই এ কর্মসূচি পালন করে আসছিলেন স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষক, প্রাথমিক সহকারী শিক্ষক-২০১৮ প্যানেল প্রত্যাশী, তাজরিন গার্মেন্টস ও এওয়ান গার্মেন্টসে কর্মরত শ্রমিকরা।