
বান্দরবানে নতুন করে মারমা সম্প্রদায়ের এক ব্যক্তিসহ তিন জনের শরীরে নভেল করোনাভাইরাসের (কোভিড-১৯) উপস্থিতি শনাক্ত করা হয়েছে। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো চার জনে।
বুধবার বিষয়টি নিশ্চিত করে বান্দরবান জেলা সিভিল সার্জন ডা. অং সুই প্রু মারমা জানান, জেলায় নতুন করে দুই জন পুরুষ ও এক নারীর শরীরে করোনাভাইরাসের উপস্থিতি শনাক্ত করা হয়েছে। চট্টগ্রামের নির্ধারিত ল্যাবরেটরিতে নমুনা পরীক্ষা করার পর মঙ্গলবার স্বাস্থ্য বিভাগ থেকে বিষয়টি জানানো হয়েছে।
তিনি আরো জানান, আক্রান্তদের মধ্যে একজন পুরুষ দেশের সবচেয়ে পূর্বের উপজেলা থানচির বড় মদক এলাকার মারম সম্প্রদায়ের মানুষ। তার বয়স ৩৮ বছর। পাহাড়ি জনগোষ্ঠীর মধ্যে তিনিই প্রথম করোনা আক্রান্ত হন।
ডা. অং সুই প্রু মারমা আরো জানান, একই উপজেলায় আরো এক পুরুষ করোনাভাইরাস আক্রান্ত হয়েছেন। তিনি একটি সরকারি ব্যাংকের গার্ড। এ ছাড়া আক্রান্ত নারী লামা উপজেলার বাসিন্দা। তাদের প্রত্যেককেই আইসোলেশনে রাখা হয়েছে।
আগে নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নে এক ব্যক্তির শরীরেও করোনাভাইরাস শনাক্ত করা হয়েছে বলে জানান তিনি।
জেলা স্বাস্থ্য বিভাগ জানায়, আক্রান্তরা ছাড়া বান্দারবানে বর্তমানে ৩৮৯ জনকে হোম কোয়ারেন্টাইনে এবং ২৩ জনকে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।