প্রতিমন্ত্রী: মূর্তি ও ভাস্কর্য এক নয়

মূর্তি ও ভাস্কর্য এক নয় বলে মন্তব্য করেছেন নবনিযুক্ত ধর্ম বিষয়ক প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান। দায়িত্ব পাওয়ার পর আজ রোববার প্রথমবারের মতো অফিসে এসে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য স্থাপন নিয়ে ইসলামি দলগুলোর বাধা প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

আলোচনার মাধ্যমে এ সমস্যা সমাধানের আশাবাদ ব্যক্ত করে ধর্ম প্রতিমন্ত্রী বলেন, কিছু লোক বিভিন্ন সময় বিশ্বের কোনো না কোনো স্থানে অঘটন ঘটায়। তাই এটা শুধু বাংলাদেশের সমস্যা নয়। তবে সমস্যার সৃষ্টি হলে সেটি সমাধান করারও ব্যবস্থা হয়।

সমস্যা সমাধানে সামনের দিকে কীভাবে এগিয়ে যাওয়া যায়, তা নিয়ে চিন্তা করবেন, ভাববেন ও সংশ্লিষ্টদের সঙ্গে পরামর্শ করবেন জানিয়ে তিনি বলেন, সার্বিক দিক থেকে এ সব যেন পরবর্তীতে আর কেউ না করতে পারে এবং সুযোগ না পায়, সেই পদক্ষেপ নেয়া হবে। এ জন্য সবার কাছ থেকে আন্তরিক সহযোগিতা কামনা করছি।

প্রতিমন্ত্রী বলেন, মূর্তি ও ভাস্কর্য কিন্তু এক নয়। আজকে পাকিস্তান, ভারত কিংবা বিশ্বের যে কোনো রাষ্ট্রে গেলেই দেখা যাবে সব জায়গায় ভাস্কর্য আছে। ভাস্কর্যই যদি মূর্তি হয়, তাহলে টাকার ভেতরে বঙ্গবন্ধুর ছবি অথবা আগে যাদের ছিল, তাদের ছবি থাকতো না। সেগুলো সবাই পকেটে নিয়ে ঘোরে। কয়েনের মধ্যেও আছে এবং বিশ্বের সব দেশের কয়েনের ভেতরে এগুলো আছে।

এসবকে নিজেদের মধ্যে ভুল বোঝাবুঝি দাবি করে তিনি বলেন, আজকের বিশ্বে সব জায়গায় এসব চলে। ইসলামিক দেশগুলো বিশেষ করে মিশর, সৌদি আরবেও আছে। তাই বাংলাদেশে যারা এটা নিয়ে আলোচনা করছে, তাদের চিন্তা করতে হবে যে মূর্তি ও ভাস্কর্য এক নয়। এটা বুঝতে সক্ষম হলেই সমস্যার সমাধান হয়ে যাবে বলে বিশ্বাস করি।

যারা বঙ্গবন্ধুর ভাস্কর্যের বিরোধিতা করছে তাদের জন্য সরকারের পক্ষ থেকে পদক্ষেপ আসবে। ইতোমধ্যে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সাহেবও তার বক্তব্য দিয়েছেন। একটু ধৈর্য ধরুন। অবশ্যই এগুলোর সমাধানের জন্য যে কাজ করা প্রয়োজন সেটা আলোচনা সাপেক্ষে করা হবে ইনশাআল্লাহ। অত্যন্ত সূক্ষ্মভাবে নিজেদের বিবেক দিয়ে বিবেচনা করে দেশ ও জাতির বৃহত্তর স্বার্থে বঙ্গবন্ধুর আদর্শ প্রতিষ্ঠার লক্ষ্যে প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলেই কাজ করা হবে, যোগ করেন তিনি।