খেতাব বাতিলের সিদ্ধান্ত নেয়ার জন্য কমিটি গঠন

গত ৯ ফেব্রুয়ারি জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের (জামুকা) ৭২তম সভায় মহান মুক্তিযুদ্ধের অন্যতম সেক্টর কমান্ডার জিয়াউর রহমানের ‘বীর উত্তম’ খেতাব বাতিলের ব্যাপারে মতৈক্য হয়েছিল। তবে সভা থেকে এ ব্যাপারে কোনো সিদ্ধান্ত জানানো হয়নি। এবার সেদিকেই হাঁটছে জামুকা। বিষয়টি নিয়ে আনুষ্ঠানিক সিদ্ধান্ত নেয়ার জন্য তিন সদস্যের কমিটি গঠন করা হয়েছে।

বিশদ যাচাই-বাছাই আর তথ্য-উপাত্ত সহকারে এই কমিটি জিয়াউর রহমানের ‘বীর উত্তম’ খেতাব বাতিলের সিদ্ধান্ত জানাবে। কমিটিতে আছেন- সাংসদ মোশাররফ হোসেন, শাজাহান খান ও মো. রশিদুল আলম। তারা সবাই জামুকার সদস্য। কতদিনের মধ্যে সিদ্ধান্ত জানাবেন, তা নির্ধারণ করে দেয়া হয়নি। তবে দ্রুতই এই কাজ সম্পন্ন করা হবে বলে জানা গেছে।

জাতির পিতা বঙ্গবন্ধু শেষ মুজিবুর রহমানের হত্যাকাণ্ডের ষড়যন্ত্রের সঙ্গে জিয়াউর রহমানের সংশ্লিষ্টতার কথা বরাবরই বলে আসছেন ক্ষমতাসীন আওয়ামী লীগের শীর্ষ নেতারা (অবশ্য বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের ঘটনায় দায়ের করা মামলায় তাকে আসামি করা হয়নি)। সেজন্য তার খেতাব কেড়ে নেয়ার বিষয়টি আগে থেকেই আলোচনায় ছিল। জামুকার মতামতের পর এবার আসছে আনুষ্ঠানিক সিদ্ধান্ত।

সিদ্ধান্ত দেয়ার জন্য গঠিত কমিটির প্রধান সাংসদ মোশাররফ হোসেন বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হত্যাকাণ্ডে জিয়াউর রহমানের জড়িত থাকার বিষয়টি স্পষ্টভাবে প্রমাণিত। পরে খুনীদের সাহায্য-সহযোগিতাও করেছিলেন তিনি। তাছাড়া স্বাধীনতাবিরোধীদের নানাভাবে ক্ষমতায় বসিয়েছেন। এসব বিষয় বিবেচনা করে তার খেতাব বাতিলের সিদ্ধান্ত আসছে।