কেরানীগঞ্জে ৩টি অবৈধ সিএনজি স্টেশন বন্ধ করেছে প্রশাসন

কেরানীগঞ্জে অবৈধভাবে গড়ে উঠা  ৩টি সিএনজি গ্যাস স্টেশন বন্ধ করে দিয়েছে উপজেলা প্রশাসন। এ সময় ৩টি স্টেশনকে দেড় লাখ টাকা জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার সকালে ও বিকালে দুদফায় এ অভিযান পরিচালনা করা হয়।  উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সানজিদা পারভীন তিন্নি নেতৃত্বে  ভ্রাম্যমাণ আদালত করে এ ৩টি স্টেশননকে জরিমানা ও বন্ধ করা হয়।

 এ স্টেশন গুলো হচ্ছে তারানগর ইউনিয়নের ভাওয়াল সড়ক সংলগ্ন পাশাপাশি দুটি ও একটি রুহিতপুর লাকিরচর এলাকায় সড়কের পাশে।

এ সময় এসব স্টেশনে কাভার্ডভ্যানের ভেতর বিশেষভাবে স্থাপিত সিলিন্ডার থেকে সরাসরি পাইপের মাধ্যমে ঝুঁকি নিয়ে যানবাহনের সরবরাহ করা হচ্ছিল। এছাড়াও এসব স্টেশনে বেশি দামে গ্যাস বিক্রি করা হতো বলেও অভিযোগ পাওয়া গেছে। দুর্ঘটনার আশঙ্কায় স্থানীয় বাসিন্দাদের দাবি ছিল অনুমোদনহীন এসব ভ্রাম্যমাণ সিএনজি স্টেশন বন্ধ করার।

সহকারী কমিশনার সানজিদা পারভীন তিন্নি বলেন, অভিযানের সময় তারা কোনো প্রকার সিএনজি স্টেশন পরিচালনা করার অনুমোদন দেখাতে পারেনি।  এতে ভ্রাম্যমাণ আদালতের কাছে প্রতীয়মান হয়েছে যে, তারা অবৈধভাবে এসব ভ্রাম্যমাণ সিএনজি স্টেশন গড়ে তুলেছেন। এজন্য ৩টি স্টেশনকে সমান হারে দেড় লাখ টাকা জরিমানা করে তা আদায় করা হয়েছে। এছাড়াও অবৈধ এসব স্টেশন বন্ধ করে দেয়া হয়েছে।

উল্লেখ্য, বন্ধ করে দেয়া স্টেশনগুলো ৬ মাস আগেও জরিমানা সহ বন্ধ করে দেয়া হয়েছিল। কিন্তু তারা আবারও সেগুলো চালু করে অবৈধভাবে গ্যাস বিক্রি শুরু করে।

প্রতিবেদক : টিটু আহম্মেদ  (স্টাফরিপোর্টার)